A R Rahman Birthday: সুরকার এবং গীতিকার রহমান ঠিক যতটা সফল, শেষ কিছুদিন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা শোনা গিয়েছে। শুধু তাই নয়, শিল্পী এবং তাঁর প্রাক্তন স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের পর অনেকেই অনেক কথা বলেছেন। কেউ বলেছেন, বেশি বয়সের ভিমরতি, আবার কেউ কেউ এমনও বলেছেন যে পরকীয়ার কারণে হয়েছে এমন।
কিন্তু, স্বামী হিসেবে রহমান ( A R Rahman ) যে কতটা সৎ সেই উল্লেখ করেছিলেন তাঁর স্ত্রী সায়রা নিজেই। দীর্ঘ অনেক বছরের সম্পর্ক, কিন্তু এবছর ৩০ বছরের বিবাহবার্ষিকী পালন করার আগেই তাঁরা ইতি টানলেন। এমনকি, তাঁদের পরিবারের তরফেও সম্পূর্ন বিষয়টাকে সম্মতি জানানো হয়েছিল। এখানেই শেষ না। ছেলে মেয়েরা জানিয়েছিলেন, যে বাবা মায়ের সিদ্ধান্তে তাঁরা সবসময় সঙ্গে আছেন। কিন্তু, একথা জানা আছে যে বিয়ের আগে রহমান ছোটখাটো এগ্রিমেন্ট করেছিলেন সায়রার সঙ্গে?
সায়রা বানু ( Saira Banu ), যিনি রহমানের মায়ের পছন্দ ছিলেন, তাঁর সঙ্গে আগেভাগেই কথা বলে সব সমস্যার সমাধান করতে চেয়েছিলেন রহমান। একজন বিশ্ব বিখ্যাত পরিচালক, যিনি সঙ্গীতে ডুবে থাকেন, তাঁকে যে অন্য স্বামীদের মত সবসময় পাওয়া যাবে না, একথা আগেই জানিয়ে দিয়েছিলেন। রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর বউকে নিয়ে। বিয়ের পর ঠিক কী কাণ্ড করতেন সায়রা? তিনি বলেছিলেন...
"ও যখন শান্ত তখন শান্ত, আর যখন রেগে যায় তখন মারাত্মক। ওর দুটো দিক ছিল। এক যখন ও হতাশ হয়ে পড়ত। মানে আর বাইরে যাওয়া হচ্ছে না, আর কিছু ভাল হচ্ছে না। কেনাকাটা করতে পারত না, মানে আর পাঁচটা বউ যা চায় আরকি।" কিন্তু রহমান জানিয়েছিলেন তিনি তাঁর স্ত্রীকে ওভাবেই গড়ে তুলেছিলেন বিয়ের পর। বউকে অপ্রচলিত এবং অনিয়ন্ত্রিত জীবন যাপনের জন্য তিনি তৈরি করেছিলেন। তাঁর কথায়, "আমি আগেই তাঁকে জানিয়ে দিয়েছিলাম যে কী ধরনের জীবন যাপন সে করতে চলেছে। আগে থেকেই একটি চুক্তি করে রেখেছিলাম।"
উল্লেখ্য, আজ তাঁর জন্মদিন। এবং কিছুদিন আগেই তিনি বিচ্ছেদ ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে লিখেছিলেন, ৩০ এ পৌঁছানোর আগেই এমন একটা শেষ হবে যেন ভাবতে পারেননি তিনি। দুজন ভগ্ন হৃদয়ের মানুষের কারণে ঈশ্বর হয়তো, আজ নিজেও ভারাক্রান্ত। আমরা সময় চেয়ে নিলাম।" যদিও আইনি ভাবে কবে বিচ্ছেদ হবে বা কিছু, সেই নিয়ে কোনও আপডেট মেলেনি। বরং তাঁদের আইনজীবী জানিয়েছিলেন, যে ফের তাঁরা এক হতেও পারেন।
প্রসঙ্গে, তারকার জন্মদিন তাঁর ভক্তদের কাছে ট্রিটের মত। এতবছর ধরে তিনি মনোরঞ্জন করে আসছেন। নানা পরিচালকের হয়ে কাজ করেছেন। কিছুদিন আগেই তিনি স্টেজ শো করেছেন।