/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/rahman.jpg)
রহমানের বাড়িতে হরিনাম
কৃষ্ণনামে সমস্ত দুঃখ ঘুচে যায়...এবার এ আর রহমান বুঁদ কৃষ্ণনামে। মন দিয়ে শুনলেন সমস্তটা। শিল্পীদের কদর করলেন সঙ্গীত মায়েস্ত্রো।
তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ সুরকার। তাঁর জাদুতে প্রাণ পায়, নানা শব্দ। সেই মানুষটির বাড়িতেই বসল হরিনামের আসর। কীর্তনে মুগ্ধ রহমান। সুরকারের মুগ্ধতা দেখে অনেকেই আপ্লুত। বিশ্বজুড়ে, কৃষ্ণ ভক্তের সংখ্যা বহুল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা। রহমানের কেমন লাগল কীর্তন শুনে?
কিংবদন্তি নিজের সোশ্যাল মিডিয়ায় আগেই পোস্ট করেছিলেন সেদিনের সব ছবি। লিখেছিলেন, আমার বাড়িটিকে এত সুন্দর করে আলোকিত করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা কীর্তনের মাধ্যমে যেভাবে চারপাশে আনন্দ ছড়িয়ে দিলেন তাতে আমি ধন্য। রহমানের দুবাইয়ের বাড়িতে কৃষ্ণনাম ছড়িয়ে পড়ল সর্বত্র। সেইসব মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন রহমান নিজেও।
শিল্পীর বেশ পছন্দ হয়েছেন সমস্ত বিষয় এতেই পরিষ্কার। তিনি একা একা বসে বেশ মাথা দুলিয়ে সমস্তটা উপভোগ করছিলেন। খোল কর্তাল, হারমোনিয়াম কিংবা খঞ্জনি, বাঁশির আওয়াজে মুখরিত চারপাশ। রহমানকে ভালবাসা জানিয়েছেন সকলে।
উল্লেখ্য, কিছুদিন আগেও তাঁকে নিয়ে বিতর্কের শেষ ছিল না। নানা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। এখন অনেকটাই বদলেছে সেসব। দুবাইয়ে, নানা কাজ করছেন তিনি। আবার কবে, বলিউডের ছবিতে সুর দেবেন সেটাই দেখার।