/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/k1-2.jpg)
রহমানকে নিয়ে সরব কঙ্গনা
বলিউডে দলবাজি হয়! বহুদিন আগে থেকেই এই প্রসঙ্গে আওয়াজ তুলেছেন কঙ্গনা রানাওয়াত। কিছুদিন ধরে বলিউড কুইন আবারও সরব, প্রিয়াঙ্কা চোপড়াও নিজের মন্তব্যের মধ্যে দিয়ে জানিয়েছেন, যে বলিউডে কিছু লোকজন তাঁর বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করেছে। এই কারণেই আমেরিকা পাড়ি দিয়েছেন তিনি।
শুধু PC নয়, বরং এবার সেই তালিকায় রয়েছেন ভারতের বিখ্যাত সুরকার এ আর রহমান। অস্কার বিজয়ী রহমানের বলিউডে কাজ প্রসঙ্গেই এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। দক্ষিণী ছবিতে কেন বেশ কাজ করেন তিনি? বলিউডে খুব কমই তাঁকে সুর করতে দেখা যায়...এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার শব্দকেই বেছে নিয়েছেন রহমান নিজেও। কী বলছেন তিনি?
In July 2020, when #ARRahman was asked why he was doing more Tamil films and not many Hindi films, the #Oscar-winning composer replied: “I don't say no to good movies, but I think there is a whole gang (in #Bollywood) working against me and spreading some false rumours (about… https://t.co/Nz2rnNEe2qpic.twitter.com/pNEuLUMyqe
— Cinemania (@CinemaniaIndia) March 28, 2023
রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কেন বলিউড ছবিতে বেশি কাজ করেন না তিনি। তাঁর কথায়, ভাল ছবিকে না বলতে পারি না। ছবি, পরিচালক ভাল হলে আমার কাজ করার ইচ্ছে থাকে। কিন্তু আমার বিরুদ্ধে বলিউডে একদল ভুলভাল খবর রটায়, শুধু তাই নয়, দলবাজি করে। সুরকারের এই স্বীকারোক্তি সামনে এনেছেন কঙ্গনাই। নিজের সমাজ মাধ্যমে তিনি লিখেছেন...
বলি তারকাদের সন্তানরা ছোট থেকে এমন ভাবে বড় হয় যে নিজেদের বিরাট কিছু মনে করেন। বিশেষ করে তাদের বাবা মায়েরা এত্ত মিথ্যে প্রশংসা করেন যে আসল ট্যালেন্টকে সামনেই দেখতে পান না তাঁরা। বলিউড মাফিয়াদের কারণে প্রতিভাদের ক্ষতি হয়। শেষ কিছুদিনে তারকাদের এহেন অভিযোগের কারণেই আবারও বলিউডের দিকে আঙ্গুল তুলছেন দর্শকরা। আসল প্রতিভাদের কদর করে না বলিউড! শোরগোল তুঙ্গে।