scorecardresearch

‘অস্কারে ভুলভাল ছবি পাঠানো হচ্ছে..’, গর্জে উঠলেন এ আর রহমান

আন্তর্জাতিক মঞ্চে ছবি পাঠানোর আগে আরও ভাবা উচিত?

A R Rahman, A R Rahman oscars, A R Rahman indian composer
অস্কার নিয়ে কী বললেন রহমান?

বহুদিন পর অস্কার এসেছে এদেশে। RRR ছবির নাটু নাটু গান এবং দ্যা এলিফেন্ট হুইস্পারস ছবির হাত ধরেই সেই সৌভাগ্য হয়েছে ভারতের। এর আগেও ভারতের তরফে নানা বিভাগে অস্কার মনোনয়ন থাকলেও সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তবে, অস্কারের মঞ্চে কোন ভারতীয় ছবি যাবে, সেই প্রসঙ্গেই আওয়াজ তুলেছেন এ আর রহমান।

গ্র্যামি এবং অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালকের মতে,  ঠিকঠাক ছবি অস্কারের মঞ্চে পাঠানো হয় না ভারতের তরফে। অস্কারের মঞ্চে গল্লি বয় ছবিকে পাঠানো হয়েছিল। সেই কারণেই কি মুখ খুললেন রহমান? ঠিক ভুল বাতলে দিয়েই সঙ্গীত পরিচালক বললেন, “আমার কেন জানি না মনে হয় ঠিক ছবি পাঠানো হয় না অস্কারের মঞ্চে। অস্কারের জন্য যে ছবিগুলো পাঠানো হচ্ছে সেগুলো শেষ পর্যন্ত সাফল্য পাচ্ছে না। অন্য মানুষের জায়গায় রেখে আমাদের বিচার করা উচিত”।

পশ্চিমের ছবির সঙ্গে পাল্লা দিতে গেলে ভারতের অনেক বিবেচনা করা উচিত। রহমান নিজেও অস্কার পেয়েছেন। গোটা বিশ্বের দরবারে একটি ভারতীয় ছবিকে পৌঁছে দিতে গেলে কতটা অর্থবহ হতে হয় একটি সিনেমা এই নিয়েও আওয়াজ তুলেছেন রহমান। শুধু তাই নয়, সঙ্গীতের সঙ্গে জড়িয়ে রয়েছেন দীর্ঘদিন। তাঁর কথায়,” শুধু প্যাশন থাকলেই চলে না। বরং টাকা থাকতে হয়। তবে, পশ্চিমের দেশগুলি পারলে আমরা কেন পারব না? আমরা ওদের গান শুনলে ওরা কেন নয়”।

উল্লেখ্য, গত তিন চারদিন ধরেই গোটা দেশজুড়ে উৎসবের মরশুম। যেন এক ঐতিহাসিক ভোরের সাক্ষী ছিল গোটা দেশ। দীপিকা পাডুকোন থেকে RRR এর গোটা টিমের উপস্থিতি যেন এক আলাদাই উত্তেজনাপূর্ণ মুহূর্ত সৃষ্টি করেছিল। যদিও তারপর থেকে বিতর্ক কম হয়নি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: A r rahman said we didnt send the correct cinemas to oscars