Mithun Chakraborty-A R Rahman: মিঠুনের বিশ্বাস-আস্থায় চমকে উঠলেন, পাল্টা প্রশ্ন ছুঁড়লেন রহমান

সত্যিই কি প্রতিভার কোনও দাম নেই। তখন মিঠুন সুপারস্টার। একসঙ্গে প্রায় ৩০টি ছবি সাইন করেছেন। সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কী দরকার ইন্ডাস্ট্রিতে বহুবছর টিকে থাকার জন্য?

সত্যিই কি প্রতিভার কোনও দাম নেই। তখন মিঠুন সুপারস্টার। একসঙ্গে প্রায় ৩০টি ছবি সাইন করেছেন। সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কী দরকার ইন্ডাস্ট্রিতে বহুবছর টিকে থাকার জন্য?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rahman talks about mithun chakraborty

Rahman-Mithun: মিঠুনের কোন বক্তব্যে প্রশ্ন তুললেন তিনি? Photograph: (Instagram)

Mithun Chakraborty-A. R. Rahman: শুধু কি ট্যালেন্ট থাকলেই হয়, নাকি আরও অন্যকিছুর প্রয়োজন আছে? নাম-যশ এবং খ্যাতি- প্রতিভা থাকলেই পাওয়া যায়? কথায় বলে, ভাগ্য না থাকলে কিছুই সম্ভব না। আর অভিনেতা মিঠুন চক্রবর্তী সেটা যথেষ্ট বিশ্বাস করতেন। এবার, মিঠুনের এক বক্তব্য ভাইরাল হতেই কী বললেন রহমান।

Advertisment

সত্যিই কি প্রতিভার কোনও দাম নেই। তখন মিঠুন সুপারস্টার। একসঙ্গে প্রায় ৩০টি ছবি সাইন করেছেন। সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কী দরকার ইন্ডাস্ট্রিতে বহুবছর টিকে থাকার জন্য? উত্তরে অভিনেতা হাসির ছলে আসল কথাটা জানিয়ে দিয়েছিলেন। যেখানে সবাই প্রতিভা কিংবা পরিশ্রমের কথা বলেন, সেখানে বাঙালি এই অভিনেতা গুরুত্ব দিয়েছিলেন অন্য কিছুতেই। 

যে ভিডিও এ আর রহমান শেয়ার করেছেন সেখানে মিঠুনকে বলতে শোনা গেল, কাহিনী কিংবা অভিনয় এখানে কী চলে। যার উত্তরে তিনি বলেন, কিচ্ছু চলে না! এখানে শুধু কপাল আর ভাগ্য চলে। অনেকেই ভাল অভিনেতা হন, নিজের অভিনয় দেখান, চেষ্টা করেন রাজ করার। কিন্তু, ভাগ্য আসল। সে যদি সঙ্গ না দেয়, তবে কিচ্ছু সম্ভব না। আমার তো মনে হয়, এই ইন্ডাস্ট্রিতে কে রাজ করবে, সেটাই ভাগ্য। 

Advertisment

এরপরে তিনি জানিয়ে দেন উপরওয়ালার ওপর তাঁর ভরসা আছে। তাঁর ভাগ্যে কী আছে, ভাগ্য কতদিন সঙ্গ দেবে, এটা তিনিই জানেন। তাই বেশি ভাবেন না। আর এই ভিডিও শেয়ার করেই সঙ্গীত পরিচালক রহমান লিখেছেন... 

"অভিনয়-প্রতিভা এখানে কিছুই চলে না, কেবল ভাগ্য চলে আর তামিল ইন্ডাস্ট্রিতে?" প্রসঙ্গে, মিঠুন বলিউড এবং বাংলা ছবির সঙ্গে সঙ্গে দক্ষিণের বহু ছবিতে কাজ করেছেন। এবং উটীতে নিজের বাড়িও বানিয়েছিলেন তিনি। 

 


 

mithun chakraborty A. R. Rahman