রহমান বিতর্ক! নজরুলের গানকে নিয়ে যা নয় তাই করেছেন সঙ্গীত পরিচালক। আর তাঁকে সঙ্গ দিয়েছেন বাঙালি শিল্পীরা। তাঁর মধ্যেই একজন তীর্থ ভট্টাচার্য। তিনি বেশ জনপ্রিয়। কারণ, কালিকা প্রসাদের সঙ্গে কাজ করেছেন দোহার ব্যান্ডে।
একদিকে যখন বাঙালিদের মধ্যে ভয়ঙ্কর ক্ষোভ! রাগের চোটে ফুঁসছেন বেশিরভাগই। শিল্পী মহলেও অসন্তোষ। পুরো গানটা শুনতে পারছেন না। কেউ কেউ এমন বললেন, দরাজ গলায় কে গানটি সমস্ত শিকল ভেঙে ফেলতে পারে সেই গানটি নিয়ে একজন সঙ্গীতের কিংবদন্তি ছেলেখেলা করতে পারেন সেটা ভাবাই যায় না। রহমানের দোষ কম দেখলেও বাংলার সেসব শিল্পীদের দোষ না দেখে পারেননি কেউই।
নজরুলের এমন একটি গান, যা শুনে বাঙালিরা বড় হয়েছে, বাচ্চারাও গেয়ে দিতে পারেন সেই গান কেন এট বিকৃত ভাবে গাইবেন তাঁরা? এই প্রসঙ্গে যারা গেয়েছেন তাঁদের কী মতামত? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করার চেষ্টা করেছিল তীর্থ ভট্টাচার্যর সঙ্গে। শিল্পী প্রথম দিকে সাড়া না দিলেও পরের দিকে মুখ খোলেন। প্রশ্ন ছিল এটাই, কেন গাইলেন এই গানটা? হ্যাঁ বলার আগে ভাবনা চিন্তা কী ছিল? এত যে বিতর্ক তাতে তাঁর কিছু বলার আছে?
ভেবে চিন্তেই তীর্থ উত্তর দেন। চারপাশে যখন বিতর্ক, তখন শিল্পী নিজের মনে থাকা শব্দগুলো অল্প কথায় ব্যক্ত করলেন। শিল্পীর কথায়, আমার দিকটা কেউ শুনতে চাইছে না। আমার কী বক্তব্য সেটা জানতে চাওয়ার জন্য ধন্যবাদ। তবে, এখন যখন এতই বিতর্ক হয়ে গিয়েছে পীপ্পার এই গান নিয়ে এখন আর কিছু বলার নেই।
উল্লেখ্য, এই গান গেয়ে রীতিমতো বিপাকে শিল্পীরা। রোষানলে পরে গিয়েছেন তারা। বর্ষীয়ান শিল্পীরা এমনও প্রশ্ন করেছেন, রহমান কাজী নজরুলকে নিয়ে কিছুই জানতেন না? নাকি গবেষণা করতে ভুলে গিয়েছেন?