Advertisment
Presenting Partner
Desktop GIF

A R Rahman: বিচ্ছেদের ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই রহমানের জীবনে নতুন অ্যাচিভমেন্ট, খুশির খবর শোনালেন সুরকার নিজেই....

A R Rahman News: তার সন্তানরাও, বাবা মায়ের এই বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। কিন্তু বিচ্ছেদ হওয়ার পরেই, রহমানের জীবনে ফের একবার খুশির খবর। সুরকারের জীবনে নতুন অ্যাচিভমেন্ট।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
rahman achieve

নতুন অ্যাচিভমেন্ট রহমানের...

 মঙ্গলবার রাত হতে ঘোষণা করেছিলেন, বিবাহ বিচ্ছেদের। ২৯ বছর পর, সায়রার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছেন রহমান। একজন বিশ্ববরেণ্য শিল্পীর কাছ থেকে, সম্পর্ক ভাঙার কথা শুনতেই, অনুরাগীরা যেন ভারাক্রান্ত। রহমান প্রথম থেকে, বিয়ে সংক্রান্ত বিষয় খুব সিরিয়াস ছিলেন।

Advertisment

২৯ বছর আগে তার মাকে দায়িত্ব দিয়েছিলেন পাত্রী খোঁজার। এবং সায়রার নম্রতা এবং ভদ্রতা তাকে মুগ্ধ করেছিল। কিন্তু ২৯ বছর পর সম্পর্কের, নানান দিক আজ টালমাটাল। দুজনেই কঠিন সিদ্ধান্ত নিতে চাননি,  কিন্তু আর ভালোবাসা ব্রিজ বানিয়ে রাখা তাদের মধ্যে সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন তাদের আইনজীবী। রহমান নিজেও গতকাল সমাজ মাধ্যমে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন।

এমনকি তার সন্তানরাও, বাবা মায়ের এই বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। কিন্তু বিচ্ছেদ হওয়ার পরেই, রহমানের জীবনে ফের একবার খুশির খবর। সুরকারের জীবনে নতুন অ্যাচিভমেন্ট। কিছু সময় পার হতে না হতেই তিনি যে আনন্দ পেয়েছেন, সেই খবর সমাজ মাধ্যমে নিজেই শেয়ার করেছেন।

হলিউড মিউজিক ইন মিডিয়া আবার যে তরফ থেকে, দ্যা গোট লাইফ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন এ আর রহমান এবং তার টিম। বেস্ট স্কোরের এই পুরস্কার, রহমানের জন্য এক অনবদ্য খবর। তিনি তার সমাজ মাধ্যমে শেয়ার করেছেন এই খবর। বৈদেশিক ভাষায় নির্মিত এই ছবির জন্য পুরস্কার পেয়ে, রহমান ভীষণ গর্বিত। এবং তিনি আশা করছেন, পরবর্তীতে এই বিশাল জয়, তাঁকে অস্কারের পথ সাফল্য এনে দেবে। শিল্পী জানান...

আরও পড়ুন  -  A R Rahman Divorce: বেসিস্ট মোহিনীর সঙ্গে সম্পর্কের জন্যই বিচ্ছেদ? রহমান-সায়রার দাম্পত্য ভাঙার আসল কারণ প্রকাশ্যে...

আমি ভীষণ কৃতজ্ঞ, ভীষণ আনন্দিত যে আমাকেই পুরস্কারের ভূষিত করা হয়েছে। দ্যা গোট লাইফ ছবিতে, মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল, দক্ষিণের সুপারস্টার পৃথ্বীরাজকে। জীবনের এমন একটি ঘটনা ঘটার পরেও, রহমানের ক্যারিয়ারে কিন্তু হু হু করে সফলতা এসেই চলেছে। এই বছরের রহমান, জাতীয় পুরস্কারে ভূষিত হন। এর আগেও তিনি বহুবার, নানা পুরস্কার পেয়েছেন যার মধ্যে অস্কার এবং গ্র্যামি অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।

Bollywood Celeb Home Bollywood Couple bollywood A. R. Rahman
Advertisment