Advertisment

A R Rahman-Sonu Nigam: 'ধুর! পুরো ফালতু...', রহমানের কোন কাজকে 'বেকার' বললেন সোনু?

Sonu Nigam Taunts: আসলে, রহমানের সৃষ্টি মানেই সেটা অনন্য কিছু হবে এটাই খুব স্বাভাবিক। কিন্তু, না! অন্তত, নির্দিষ্ট করে এই ছবির গানগুলোকে সোনু ফালতু হিসেবেই বর্ণনা করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sonu nigam- rahman

A r Rahman-Sonu Nigam: কেন হঠাৎ রহমানকে নিয়ে এভাবে বললেন সোনু? Photograph: (file Photo)

সঙ্গীত জগতে কেউ যে রহমানের নামে এহেন কথা বলতে পারে, ভাবা যায়? তারকারা, এমন মানুষকে নিয়েও সোজাসুজি বেকার বিশেষণ ব্যবহার করবেন, যেন কল্পনাও করা যায় না। কিন্তু, বর্তমানে এমন একটা কথাই শুনতে হ্যেছে সঙ্গীত মায়েস্ত্রকে।

Advertisment

আর যিনি বলেছেন, তিনি আর কেউ নন বরং আরেক জনপ্রিয় গায়ক সোনু নিগম। তাঁকে রহমানের নিন্দা-চর্চা করতে দেখা গেল। সোজাসুজি জানিয়ে দিলেন, কেন রহমানের এই কাজ তাঁর একদম বেকার লেগেছে। আসলে, রহমানের সৃষ্টি মানেই সেটা অনন্য কিছু হবে এটাই খুব স্বাভাবিক। কিন্তু, না! অন্তত, নির্দিষ্ট করে এই ছবির গানগুলোকে সোনু ফালতু হিসেবেই বর্ণনা করেছেন। 

কোন প্রসঙ্গে বললেন তিনি একথা? 

রহমানের সঙ্গে কাজ করার ইচ্ছে সকলের থাকে। তিনি নাকি যখন গান রেকর্ড করেন, তখন কাউকে বিরক্ত করেন না। শুধু শিল্পীকে নিজের মত করে গাইতে বলেন। সোনু একবার তো রহমানের প্রসংশা পর্যন্ত করেছিলেন। তাহলে কোন কারণে মায়েস্ত্রোকে নিয়ে নিন্দা করতে বাধ্য হলেন তিনি? আসলে গায়ক কারওর মন রাখতে মিথ্যে বলতে পারবেন না। তাই, সেই কাজ তিনি করেননি। বরং, রহমানের যুবরাজ ছবির গান নিয়েই সোনু বললেন... 

Advertisment

"ওই ছবির গান খুব খাজা। মোটেই খুব একটা ভাল নয়। আমি এই নিয়ে কোথা বলতে চাই না। কারণ, আমি মিথ্যে বলতে চাই না। আমি একটা ভীষণ বাজে গানকে কিছুতেই ভাল বলতে পারব না।" কিন্তু, এই ছবিতেই তো আরও দুটো গান গেয়েছিলেন সোনু। তাহলে সেই ছবির গান নিয়ে একথা কেন বললেন? সোনু বললেন... 

"সেসব ভেবে লাভ নেই। ওসব বাদ দিন। ওই সিনেমার সব গান বেকার আর ফালতু।" উল্লেখ্য, সোনু নিগম সবসময় খুব ঠোঁটকাটা। তাঁকে চুপ করিয়ে রাখা সম্ভব না। তাই তো আজ সুযোগ পেয়েই রহমানকে নিয়ে আওয়াজ তুললেন তিনি। 

Sonu Nigam A. R. Rahman
Advertisment