Aakanksha Singh Injury From Khakee The Bengal Chapter: এই মুহূর্তে নেটফ্লিক্স সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মুক্তির পরই দর্শকের দিল জিতে নিয়েছে। ২০২৫-এর ২০ মার্চ থেকে নেটফ্লিক্সে শুরু হয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের স্ট্রিমিং। জিৎ-প্রসেনজিৎ-এর যুগলবন্দি অভিনয় সাড়া ফেলেছে দর্শকমহলে। একইসঙ্গে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের সঙ্গে যুক্ত প্রায় প্রতিটি অভিনেতা-অভিনেত্রীই এই সিরিজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন।
মারকাটারি অ্যাকশন সিক্যোয়েন্সে ভরপুর খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টরের শুটিং করতে গিয়ে কালসিটে পড়ে গিয়েছে SIT-এর অফিসার আরাত্রিকা ভৌমিক ওরফে আকাঙ্খা সিংয়ের গায়ে। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন খোদ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় কালসিটে দাগের ছবি দেখলে ভয় পেয়ে যাবেন। অন্যদিকে আকাঙ্খার শরীরের এই ক্ষতগুলো অভিনেত্রী হিসেবে কাজের প্রতি তাঁর একগ্রতাকে প্রমাণ করেছে।
শরীরের কালসিটে প্রথমে মেক আপ ভেবে ভুল করেছিলেন, কিন্তু পরে বুঝেছেন এগুলো শুটিংয়ের চিহ্ন। চরিত্রের প্রয়োজনে কখন সেই দাগগুলো স্থায়ী হয়ে গিয়েছিল সেটা নিজেও বুঝতে পারেননি আকাঙ্খা। SIT-এর অফিসার আরাত্রিকা ভৌমিকের দাপুটে অভিনয়ে মুগ্ধ দর্শক। আরও একবার নিজেকে বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন অভিনেত্রী হিসেবে সকলের সামনে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
শরীরের কালসিটে দাগ শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে আরাত্রিকা ভৌমিকের গায়ের প্রকৃত ক্ষতর ছবি। অ্যাকশন দৃশ্যের আরও অনেক মুহূর্ত রইল আপনাদের জন্য। ক্যামেরার পিছনের যে দৃশ্যগুলো দেখছেন সেটাই আরাত্রিকা হয়ে উঠতে সাহায্য করেছে।' ক্রাইম ড্রামা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের BTS শেয়ার করতেই তা দ্রুত গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ২০১২-তে হিন্দি মেগার মাধ্যমে অভিনয়ে অভিষেক আকাঙ্খার। ২০১৭ পর্যন্ত টেলিভিশনে কাজের পর সিনেমায় আত্মপ্রকাশ করেন। আলিয়া ও বরুণ ধাওয়ানের হিট মুভি বদ্রীনাথ কি দুলাহানিয়ার মাধ্যমে বিগ স্ক্রিনে ব্রেক পান আকাঙ্খা সিং। হিন্দির পাশাপাশি কন্নড়, তেলুগু ছবিতেও অভিনয় করেছেন। ২০২১-এ পরম্পরা দিয়ে ওয়েব সিরিজে হাতেখড়ি। আর খাকি সিরিজে আরাত্রিকার চরিত্র দাগ কেটেছে দর্শকের মনে।