/indian-express-bangla/media/media_files/2025/03/16/GJ1CHjbWeCeAbnKxVRU4.jpg)
হোলির দিন প্রকাশ্যে প্রেমিকার স্তনে হাত! আমিরের
Aamir Ali Girlfriend: হিন্দি মেগার অত্যন্ত জনপ্রিয় মুখ আমির আলি। টেলিভিশনের পাশাপাশি ওটিটি-তেও তাঁর অভিনয়ের যথেষ্ট সুনাম রয়েছে। 'ক্যায়া দিল মে হ্যায়', 'এফআইএর'-এর মতো শোয়ে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন আমির আলি। হোলির দিন প্রেমিকা অঙ্কিতার সঙ্গে রং খেলে তুমুল বিতর্কে জড়িয়েছেন টেলি অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে বান্ধবীর বক্ষবিভাজিকায় মাঝে প্রকাশ্যে রঙ মাখাচ্ছেন। রঙের উৎসবে আমিরের এই ধরনের আচরণে ক্ষুদ্ধ নেটিজেনরা।
সকলে জমিয়ে হোলি খেলছিলেন। ভিড়ের মধ্যেই অঙ্কিতার বুকে হাত রেখে তাঁকে ফাগ আবিরে রাঙিয়ে দেন আমির আলি। ভালবাসার রঙে একেবারে রঙিন দুজনে। কিন্তু, প্রকাশ্যে এভাবে রঙ মাখানোটা মোটেই ভাল নজরে দেখছেন না নিন্দুকেরা। সমালোচকদের মধ্যে কেউ লিখেছেন, 'আমিরের খারাপ স্বভাবের জন্যই সঞ্জিদার সঙ্গে বিচ্ছেদ হয়েছে।' কেউ আবার আমিরকে খোঁচা মেরে লিখেছেন, 'এভাবে জনসমক্ষে কোনও মেয়েকে স্পর্শ করাটা অত্যন্ত কুরুচিকর। মেয়েটিরও তাঁকে বাধা দেওয়া উচিত ছিল।' অনেকে আবার কোনওরকম রাগ না দেখিয়ে এই ধরনের আনন্দকে 'নোংরামি'-র তকমা দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৯-এ অভিনত্রী সঞ্জিদা শেখের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। ২০১৯-এ তাঁদের জীবনে আসে প্রথম সন্তান আয়রা। কিন্তু, ২০২০-তেই সকলকে চমকে দিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করেন প্রাক্তন তারকা দম্পতি। ২০২১-এ আইনি বিচ্ছেদ হয় আমির-সঞ্জিদার। একমাত্র মেয়ের দায়িত্ব নিয়েছেন সঞ্জিদা। ডিভোর্সের চার বছর পর অতীত ভুলে ফের আমিরের জীবনে নতুন প্রেমের বসন্ত। অঙ্কিতার সঙ্গে সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে সিলমোহর দেননি। কিন্তু, হোলির দিনই দুজনকে দেখে কারও বুঝতে অসুবিধা হয়নি বর্তমানে তাঁরা প্রেমিকযুগল।