/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/aamir.jpg)
আমির খান, কিরণ রাও
বিচ্ছেদেও তিক্ততা নেই। বরং ডিভোর্সের পরও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিনেমার কাজ করে চলেছেন আমির খান (Aamir Khan) ও কিরণ রাও (Kiran Rao)। তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে যখন নেটজনতাদের একাংশের মাথাব্যাথার অন্ত নেই, আমির-কিরণ কিন্তু দিব্যি হাসিমুখে পোজ দিচ্ছেন ক্যামেরার সামনে। সম্প্রতি মুম্বইয়ের এক ডাবিং স্টুডিওর বাইরে একসঙ্গে হাসিমুখে আলোচনা করতে দেখা গেল বলিউডের এই প্রাক্তন তারকা দম্পতিকে।
'লাল সিং চাড্ডা'র পোস্ট প্রোডাকশনের কাজেই সম্ভবত ডাবিং স্টুডিওতে গিয়েছিলেন আমির-কিরণ। উল্লেখ্য, মিস্টার পারফেকশনিস্টের পাশাপাশি প্রাক্তন স্ত্রী কিরণও এই ছবির সহ-প্রযোজক। সেই সূত্রেই বিচ্ছেদের পরও একসঙ্গে সিনেমার কাজ করে চলেছেন প্রাক্তন দম্পতি। সম্প্রতি ডাবিং স্টুডিও থেকে বেরনোর সময় আমির-কিরণকে একসঙ্গে লেন্সবন্দি করেন পাপ্পারাজিরা। সেই ভিডিওই এখন নেটদুনিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিওতে দেখা গেল, স্টুডিও থেকে বেরিয়ে হাসিমুখে কোনও একটা বিষয়ে আলোচনা করছেন প্রাক্তন তারকা দম্পতি। একে অপরকে প্রকাশ্যেই আলিঙ্গন করলেন। এবং তারপরই যে যাঁর ব্যক্তিগত গাড়িতে করে রওনা হলেন নিজস্ব গন্তব্যের উদ্দেশে।
<আরও পড়ুন: ঘাগড়া পরে শ্রীদেবীর ‘হাওয়া-হাওয়াই’ গানে নাচলেন নওয়াজ! কঙ্গনা বলছেন, ‘উফ কী হট…’, দেখুন>
প্রসঙ্গত, বিচ্ছেদ ঘোষণা কররা পর এর আগও আমির-কিরণকে একসঙ্গে লাদাখ উপত্যকায় লাল সিং চাড্ডার শুটের ফাঁকে সময় কাটাতে দেখা গিয়েছিল এক অনুষ্ঠানে। সংশ্লিষ্ট প্রদেশের সংস্কৃতির আমেজে গা ভাসিয়েছিলেন তাঁরা। সেই ভিডিও যখন নেটদুনিয়ায় ভাইরাল হয় নিন্দুকেরা কটুক্তি-সমালোচনা করতে ছাড়েননি।
গত বছর জুলাই মাসে লাদাখে লাল সিং চাড্ডার শুটের মাঝেই বলিউডের এই তারকা দম্পতি সবাইকে অবকা করে দিয়ে তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছিল। যা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেও কম চর্চা হয়নি। তবে যাবতীয় সমালোচনা-বিতর্ক পেরিয়ে বিচ্ছেদের পরও বন্ধুত্ব এবং পেশাদারিত্ব অটুট রেখেছেন আমির-কিরণ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন