/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/SRK-aamir.jpg)
চর্চিত প্রেমিকার সঙ্গে শাহরুখ যোগ! তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন আমির
Aamir Khan Girlfriend Name: প্রেমের কাছে বয়স শুধু সংখ্যামাত্র, তা যেন আরও একবার প্রমাণ করে দিলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। দুবার বিয়ে ভাঙার পরও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে আজও সুসম্পর্ক রয়েছে আমির খানের। সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, তিনি রোম্যান্টিক চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন।
বড় পর্দায় আমিরের রোমান্টিসিজম বরাবরই আকৃষ্ট করে দর্শককে। শুধু রিল নয়, রিয়েলেও বেশ রসিক মানুষ আমির। অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো ফের প্রেমে পরেছেন আমির খান। ৫৯ বছর বয়সে মনে লেগেছে বসন্তের হাওয়া। বেঙ্গালুরু নিবাসী এক নারীর প্রেমে হাবুডুবু! যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা।
উল্লেখ্য, দঙ্গল খ্যাত অভিনেত্রী ফতিমার সঙ্গেও নাম জড়িয়েছিল আমিরের। তখনও ব্যক্তিগত জীবন নিয়ে মুখে রা কাটেননি। তবে আমিরের নতুন প্রেমের সঙ্গে নাকি রয়েছে শাহরুখের বিশেষ যোগ। হ্যাঁ, মিডিয়া রিপোর্ট মোতাবেক আমিরের চর্চিত প্রেমিকার নাম গৌরী। রেহা চক্রবর্তীর পডকাস্টে এসেছিলেন আমির খান। সেখানে বিয়ে থেকে প্রেম নিয়ে খুল্লামখুল্লা মিস্টার পারফেক্টশনিস্ট।
মজা করে বলেন, 'আমার জীবনে দুটো বিয়েই অসফল। তাই আমাকে বিয়ের টিপস দিতে বলবেন না। আমার একা থাকতে মোটেই ভাল লাগে না, সঙ্গীর প্রয়োজন। এখনও প্রাক্তন দুই স্ত্রী রীনা আর কিরণ এখনও আমার পরিবারেরই অংশ। জীবন অনিশ্চিত। কী করে আমরা জীবনের উপর বিশ্বাস রাখব? বিয়েটা এক একজন মানুষের কাছে এক একরকম।'
তৃতীয় বিয়ে প্রসঙ্গে আমির বলেন, 'এখন আমার বয়স ৫৯। এখন আবার বিয়ে করা খুব কঠিন। এই মুহবর্তে আমার জীবনে অনেকগুলো সম্পর্ক আছে। যেমন পরিবার, সন্তান প্রভৃতি। আমার কাছের মানুষদের নিয়ে আমি খুব সুখী। আরও ভাল মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি।'
১৯৮৬-তে রীনা দত্তের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির। তাঁদের দুই সন্তান ইরা ও জুনায়েদ। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদ হয় আমির-রীনার। এরপর আমিরের জীবনে আসেন কিরণ রাও। তাঁদের সন্তান আজাদ রাও খান। ১৫ বছর পর ২০২২-এ আলাদা হয় আমির-কিরণের পথ।