/indian-express-bangla/media/media_files/2025/08/10/aamir-khan-2025-08-10-13-21-47.png)
যা যা বললেন আমিরের ভাই!
বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই ফয়সাল খান ২০২১ সালে মনস্তাত্ত্বিক থ্রিলার ফ্যাক্টরি দিয়ে পরিচালনায় এসেছিলেন, যেখানে তিনি প্রধান ভূমিকাতেও অভিনয় করেন। পরের বছর কন্নড় ক্রাইম-অ্যাকশন ড্রামা 'ওপান্ডা' ছবিতেও দেখা যায় তাকে। এবার তিনি জানিয়েছেন, পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন এবং আর আমিরের কাছ থেকে মাসিক টাকা নেবেন না। পাশাপাশি, নিজের পরবর্তী সিনেমা পরিচালনার পরিকল্পনার কথাও প্রকাশ করেছেন ফয়সাল।
আইএএনএস-কে তিনি বলেন, "কাজের ক্ষেত্রে আমি নতুন একটি ছবি শুরু করতে যাচ্ছি। লকডাউনের সময় কয়েকটি স্ক্রিপ্ট লিখেছিলাম, যেগুলোর মধ্যে একটি প্রায় ১৪ জন অভিনেতার পছন্দ হয়েছে। এটি একটি মাল্টি-স্টারার ছবি হবে। আমি নিজে এটি পরিচালনা করব। হয়তো ক্যামিও চরিত্রে অভিনয় করব, তবে মূল ফোকাস থাকবে পরিচালনায়। ভালো কোনো চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব।"
এর আগে ফয়সাল জানিয়েছিলেন, তিনি আমিরের দেওয়া মাসিক টাকার ওপর নির্ভর করে জীবনযাপন করতেন। শুরুতে ছিল ৩০ হাজার টাকা, পরে ধীরে ধীরে তা বৃদ্ধি পায়। তিনি দাবি করেন, এর বিনিময়ে আমির খান প্রোডাকশনের ‘স্ক্রিপ্ট ডক্টর’ হিসেবেও কাজ করেছেন। তবে কয়েক বছর আগে দুর্ব্যবহারের অভিযোগে আমির এবং পরিবারের বাকিদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে, আর এখন তিনি টাকা নেওয়াও বন্ধ করেছেন।
ফয়সালের অভিযোগ, আমির তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন এবং সিজোফ্রেনিয়ার অজুহাতে এক বছর তাকে ঘরে আটকে রেখেছিলেন। এমনকি, মানসিক সমস্যায় ভুগছেন এমন রোগীদের সঙ্গে সাধারণ ওয়ার্ডে ২০ দিন হাসপাতালে রাখা হয়েছিল তাকে। ফয়সাল এই ঘটনার জন্য শুধু আমির নয়, তাদের মা জিনাত হুসেন, বড় বোন নিখাত খান ও তার স্বামী সন্তোষ হেগড়েকেও দায়ী করেছেন।
অন্যদিকে, আমির ও তার পরিবার একটি বিবৃতি দিয়ে গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে যেন সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখা হয় এবং ব্যক্তিগত বিষয়কে ‘অশ্লীল, উস্কানিমূলক ও ক্ষতিকারক গুজবে’ রূপ না দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, "ফয়সালের মা জিনাত তাহির হুসেন, বোন নিখাত হেগড়ে ও ভাই আমিরকে ভুলভাবে উপস্থাপন করা আমাদের ব্যথিত করেছে। ফয়সাল এর আগে থেকেই এসব ঘটনাকে বিকৃত করে তুলে ধরেছে সকলের কাছে, তাই আমরা বাধ্য হয়েছি পরিবারের সংহতির কথা স্পষ্ট করতে।"