Advertisment
Presenting Partner
Desktop GIF

কাদের সঙ্গে এবারের জন্মদিন সেলিব্রেট করলেন আমির খান? দিলেন চমকও! দেখুন

আমিরের ছবিতে শাহরুখ-সলমন!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aamir Khan, Aamir Khan birthday, lal singh Chaddha, আমির খান, আমির খানের জন্মদিন, লাল সিং চাড্ডা, আমিরের ছবি, bengali news today

আমির খান

সোমবার, ১৪ মার্চ ৫৭ বছরে পা দিলেন আমির খান। আর এই বিশেষ দিনটাও কাটালেন কাজের মধ্য দিয়েই। এবারের জন্মদিনটা পালন করলেন সংবাদমাধ্যমের সঙ্গে। বান্দ্রার এক বিলাসবহুল হোটেলে আয়োজিত পার্টিতে কাটলেন কেক। শুধু তাই নয়, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে তাঁদের ধন্যবাদও জানালেন জন্মদিনে এমন বিশেষ পার্টি আয়োজনের জন্য। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

সকাল থেকেই নেটদুনিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আমির খান। ভাইরাল ওই ভিডিওতেই দেখা গেল, হোটেলে প্রবেশ করেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে হাত মেলালেন মিস্টার পারফেকশনিস্ট। পাপ্পারাজিদের ক্যামেরার সামনে পোজও দিলেন। চকোলেট কেক কাটলেন। কেকের টুকরো তুলে নিজে হাতে খাইয়েও দিলেন পাপ্পারাজিদের। কথা বললেন আগামী ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে।

প্রতিবার নিজের বাড়িতেই জন্মদিন পালন করেন আমির। তবে এবার তার অন্যথা হল কেন? হঠাৎ কেন হোটেলে সেলিব্রেট করতে গেলেন? রসিকতা করে আমির খান বললেন, "আসলে বাড়িতে জন্মদিন পালন করলে হয়তো প্রতিবেশীদের মনোক্ষুণ্ণ হত। অতিমারী পরিস্থিতিতে এত ভীড়ভাট্টা হয়তো পছন্দ করবেন না কেউ। তাই এবার হোটেলেই পালন করলাম।"

'লাল সিং চাড্ডা'র মুক্তি কেন বারবার পিছিয়েছে? জন্মদিনে সেই প্রসঙ্গেও মুখ খুললেন আমির। বললেন, "আসলে ভাল একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি আমরা। তবে অতিমারীর জন্যই বারবার পরিকল্পনা বদলাতে হয়েছে।" শেষমেশ ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসতে চলেছে আমিরের বহু প্রতীক্ষিত সিনেমা 'লাল সিং চাড্ডা'। কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিতে সলমন খান ও শাহরুখ খানকেও দেখা যাবে অতিথি শিল্পী হিসেবে। যদিও এইপ্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ 'মিস্টার পারফেকশনিস্ট'।

উল্লেখ্য, সপ্তাহখানেক ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে যে, আমির খান নাকি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ ছবি 'ক্যাম্পেওনস'-এর হিন্দি রিমেক করতে চলেছেন। এক মদ্যপ কোচের বিশেষভাবে সক্ষম মানুষদের প্রশিক্ষণ দিয়ে সমাজের মূলস্রোতে ফেরানোর গল্প নিয়ে এই ছবি। সোমবার জন্মদিনের পার্টিতে সেই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলেই আমিরের মন্তব্য, "আমি তো আমার পরবর্তী সিনেমার কথা এখনও ঘোষণাই করিনি। আপনি কী করে জানলেন। পরিকল্পনা চলছে। খুব শিগগিরিই জানাব।" উল্লেখ্য, 'লাল সিং চাড্ডা'ও 'ফরেস্ট গাম্প' সিনেমার হিন্দি রিমেক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

aamir khan bollywood Lal Singh Chaddha Entertainment News
Advertisment