Aamir Khan Daughter: গৌরীর সঙ্গে বাবার তৃতীয় প্রেমে গভীর আঘাত! আমিরকে জড়িয়ে আবেগপ্রবণ ইরা, ভাইরাল ভিডিও

Ira Khan: বাবার জন্মদিনে আসতে পারেননি ইরা। কিন্তু, বাবার সঙ্গে দেখা হতেই উদাসীন আমির কন্যা! সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত ধরা পড়তেই নেটিজেনরা মনে করছেন, গৌরীর সঙ্গে সম্পর্কটা হয়ত মেনে নিতে পারছেন না ইরা।

Ira Khan: বাবার জন্মদিনে আসতে পারেননি ইরা। কিন্তু, বাবার সঙ্গে দেখা হতেই উদাসীন আমির কন্যা! সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত ধরা পড়তেই নেটিজেনরা মনে করছেন, গৌরীর সঙ্গে সম্পর্কটা হয়ত মেনে নিতে পারছেন না ইরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বাবাকে জড়িয়ে আবেগপ্রবণ আমির কন্যা ইরা

বাবাকে জড়িয়ে আবেগপ্রবণ আমির কন্যা ইরা

Aamir Khan-Ira Khan: ১৫ মার্চ হোলির দিন ৬০তম জন্মদিন পালন করেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। রঙের উৎসবে নিজের রঙিন মনটাকে আরও একবার সকলের সামনে মেলে ধরেছিলেন। পরিচয় করিয়ে দিয়েছেন তাঁর নতুন সঙ্গিনী গৌরীর সঙ্গে। বাবার জন্মদিনে আসতে পারেননি তাঁর 'লাডলি' ইরা খান। সেই সময় মুম্বই ছিলেন না। তাই শহরে ফিরেই আমিরের কাছে ছুটে এসেছেন। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় ইরার একটি ভিডিও ভাইরাল। চোখে জল আমির কন্যার! যা দেখে নেটনাগরিকদের অনুমান বাবার তৃতীয় প্রেম বোধহয় মন থেকে মানতে পারছেন না ইরা! কিন্তু, আমির ও গৌরী দুজনেই সংবাদিকদের সামনে বলেছিলেন, পরিবারের তরফে কারও কোনও আপত্তি নেই। বরং গৌরীকে আদরে গ্রহণ করেছেন। কিন্তু, ইরার ভিডিও দেখে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করতে পারছেন না। 

Advertisment

এই মুহূর্তে আমির-গৌরীর প্রেম টক অফ দ্য টাউন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে ওঠার আগে বাবাকে জড়িয়ে ধরছেন ইরা। মেয়ের মাথায় স্নেহের চুম্বন একে দিয়েছেন আমির। কিন্তু, ইরা বেশ উদাসীন। যেন চোখের জল আটকানোর চেষ্টা করছেন। বাবা-মেয়েকে একসঙ্গে দেখেই এগিয়ে আসেন সেলেব পাপারাজ্জিরা। প্যাপেদের ক্যামেরায় ধরা পড়েছে ইরার আবেগপ্রবণ সেই মুহূর্ত। সত্যিই আমির-গৌরীর সম্পর্কে আঘাত পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না ইরা?নেটিজেনদের একাংশ যেমন মনে করছেন আমিরের কারনেই দুঃখিত ইরা, তেমনই আবার অনেকের মতে এই মুহূর্ত ক্যামেরাবন্দি করা উচিত হয়নি। 

Advertisment

একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যায় ২০২০-র অক্টোবরে ইরা তাঁর মানসিক পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন। একটা সময়ে মানসিক অবসাদে ভুগেছেন আমির কন্যা। anxiety অ্যাটাক নিয়েও মুখ খুলেছিলেন ইরা। ২০২৩-এ আমির এক সাক্ষাৎকারে বলেছিলেন, 
ইরার স্বামী নুপূর কী ভাবে কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন। উল্লেোখ্য, সেই সময় নুপূরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন আমির কন্যা। 

aamir khan Bollywood Actor bollywood movie ira khan Bollywood News