Ira Khan Nupur Shikhare Wedding - মেয়ে ইরার বিয়েতে আমির খান
বলিউডের বিয়ে মানেই বিরাট ব্যাপার। আর, এবার আমির খানের ( Aamir Khan )কন্যা ইরা খান। তিনি গতকাল গাঁটছড়া বেঁধেছেন দীর্ঘদিনের প্রেমিক নূপুরের সঙ্গে ( Ira Khan and nupur Wedding )। আর সেই বিয়েতে নানা কান্ড! কত কী যে দেখল দর্শক, আর তাঁর সঙ্গে দেখল পরিবারের প্রতি ভালবাসা।
Advertisment
আমির খান বরাবরই তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে সহজ সরল কথা বলতে ভালবাসেন। রিনার পর, কিরণ রাও, তাঁর সঙ্গেও বিয়ে ভেঙে যায় তাঁর। কিন্তু, এরপরেও তাদের বন্ধুত্ব দেখার মত। মেয়ের বিয়েতে এমন কিছু দেখালেন আমির, যেন আর পাঁচটা বাড়িতে সেটা স্বাভাবিকভাবে দেখবেন না কেউই। নজরে রইল বেশ কিছু কান্ড। বরের আগমন হোক কিংবা তার এবং ইরার পোশাক তাঁর সঙ্গে কাছের মানুষদের উপস্থিতিতে দুই প্রাক্তন স্ত্রী.. আমিরের মেয়ের বিয়েতে ভিডিও ভাইরাল।
বরের পোশাক এবং ইরার পোশাক ( Ira and nupur's dress ) - দুই প্রেমিক আবদ্ধ হচ্ছেন প্রেমের চিরকালীন বন্ধনে। একদিকে, নতুন বর যখন জগিং করতে করতে বারমুডা জগার্স পড়ে এলেন। সেখানেই ইরা সেমি পাতিয়ালা লেহেঙ্গা স্টাইলিং করে পড়লেন। আইনিভাবেই বিয়ে সারলেন তারা।
আমিরের উপস্থিতি এবং পোশাক ( Amir khan dress )- তিনি মেয়ের বাবা। তাই সৌজন্য বজায় রাখতেই হবে। আমির মেয়ের বিয়েতে আইভরি রঙের ধুতি পাঞ্জাবি পরে হাজির হলেন। মাথায় গোলাপী রঙের পাগড়ি। সঙ্গে কালো বুট। পরিবারের সকলের সঙ্গে কুশল বিনিময় করলেন। উপস্থিত ক্যামেরাম্যানদের সঙ্গে হাত জোড় করে কথা বললেন।
দুই প্রাক্তন কিরণ রিনার-হাজিরা ( kiran Rao and Rina's attendence) - আমিরের দুই প্রাক্তন উপস্থিত ছিলেন তার মেয়ের বিয়েতে। তাঁদের সঙ্গেই খোশমেজাজে অভিনেতা। প্রি ওয়েডিং রিচুয়াল গুলিতেও দেখা গিয়েছিল তাদের। সকলেই বেশ হাসিমুখে উদযাপন করেছেন মেয়ের বিয়ে। কিরণকে স্নেহ চুম্বন করতে দেখা গেল তাঁকে। অন্যদিকে, রিনা দত্তকে সবসময় বাহুডোরে আগলে রাখলেন তিনি।
কিন্তু এতেও বিতর্ক। অভিনেতার সাহস দেখে মূর্ছা যাচ্ছেন দর্শকরা। কেউ বলছেন, উনিই ভাল আছেন। আবার কারওর কথায়, ডিভোর্স নিয়েও সব সাধারণ, অসাধারণ! আবার কেউ বললেন, এদের বাড়ির সকলের মাথা খারাপ।