Advertisment

‘‘চিত্রনাট্যকারদের পারিশ্রমিক বাড়ানো হোক’’, বললেন আমির খান

চিত্রনাট্যকারদের আরও বেশি পারিশ্রমিক দেওয়া উচিত বলেই এদিন মন্তব্য করেছেন আমির খান। আগামী দিনে চিত্রনাট্যকারদের জন্য বিশেষ রেভিনিউ মডেল তৈরিরও ভাবনা রয়েছে অভিনেতার।

author-image
IE Bangla Web Desk
New Update
AAMIR KHAN, আমির খান

অভিনেতা আমির খান।

বহু বছর পর তাঁর ছবি হোঁচট খেয়েছে বক্স অফিসে। ছবির নড়বড়ে চিত্রনাট্যে মন মজেনি ‘ঠাগস অফ হিন্দুস্তান’-এর দর্শকদের। তাই যেন চিত্রনাট্যকারদের কথা ভেবেই এবার সওয়াল করলেন আমির খান। কোটি কোটি টাকার বলিউড ছবির চিত্রনাট্যকারদের পারিশ্রমিক আরও বাড়ানো দরকার বলেই এদিন এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন মি. পারফেকশনিস্ট। তিনি বলেছেন যে, চিত্রনাট্যকারদের বেশি পারিশ্রমিক দেওয়া দরকার, যাতে তাঁরা আরও ভাল ভাল কাহিনি লিখতে পারেন।

Advertisment

চিত্রনাট্যকারদের পারিশ্রমিক বাড়ানো নিয়ে আমির বলেছেন,‘‘ছবির স্ক্রিপ্ট কেমন, তার উপর ভিত্তি করেই আমি ছবি বাছাই করি। সুতরাং আমার মনে হয় যে, একটা ছবির নেপথ্যে চিত্রনাট্যকাররা খুব গুরুত্বপূর্ণ।’’ তিনি আরও বলেছেন,‘‘ প্রযোজক হিসেবে চিত্রনাট্যকারদের আরও বেশি পারিশ্রমিক দেওয়া উচিত।’’ এজন্য আগামী দিনে চিত্রনাট্যকারদের জন্য বিশেষ রেভিনিউ মডেল তৈরিরও ভাবনা রয়েছে বলে এদিন জানিয়েছেন আমির। চিত্রনাট্যকার ও প্রযোজকদের যৌথ উদ্যোগে ইন্ডাস্ট্রিতে রেভিনিউ মডেল গড়ার কথা জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন, ১৫০ কোটি তুলতেই নাজেহাল অবস্থা অমিতাভ-আমিরের

আমির আরও বলেছেন যে, ‘‘এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, একটা ছবির মূল কাণ্ডারী একজন পরিচালক। কারণ তিনিই গল্পটা বলেন। এটা আসলে একটা টিম ওয়ার্ক, যেখানে অভিনেতা, টেকনিশিয়ান, সকলেই মেহনত করেন। তবে গল্পটা লেখেন একজন চিত্রনাট্যকার। তাই আমার মনে হয়, চিত্রনাট্যকারদের সম্মান দেওয়া দরকার এবং তাঁদের পারিশ্রমিক বাড়ানো জরুরি।’’

সিনেস্তান ইন্ডিয়াজ স্টোরিটেলার্স স্ক্রিপ্ট কনটেস্টে যোগ দেন আমির খান। এই প্রতিযোগিতায় পুরস্কার দিতে গিয়ে তিনি আরও বলেছেন, ‘‘ভাল স্ক্রিপ্ট ছাড়া কখনই ভাল ছবি হতে পারে না।’’ এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রতিভা খুঁজে পাওয়ার ক্ষেত্রে যে দারুণ প্ল্যাটফর্ম সেকথাও বলেন অভিনেতা।

aamir khan bollywood
Advertisment