Sitaare Zameen Par Release Date:সালটা ছিল ২০০৭। সেই বছর মুক্তি পেয়েছিল আমির খান পরিচালিত-প্রযোজিত ও অভিনীত সুপারহিট মুভি 'তারে জমিন পর'। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ১৮ বছর। আসছে সেই ব্লকবাস্টার মুভি তারে জমিন পর-এর সিক্যুয়েল। অনেকদিন ধরেই হিন্দি ছবির দর্শক অপেক্ষায় ছিল কবে মুক্তি পাবে 'সিতারে জমিন পর'?
প্রজাতন্ত্র দিসবে সেই অপেক্ষার অবসান ঘটালেন খোদ বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। একটি অনুষ্ঠানে এসে আমির আনুষ্ঠানিকভাবে জানালেন ২০২৫-এর ক্রিসমাসে মুক্তি পাবে 'সিতারে জমিন পর'। ১৮ বছর পর বড়দিনে দর্শিল সাফারির সঙ্গে আমিরের যুগলবন্দির বিরাট ম্যাজিকের অপেক্ষায় দর্শক। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন দর্শিল সাফারি ও জেনেলিয়া দেশমুখ।
প্রজাতন্ত্র দিবসে গুজরাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তাঁর ছবি মুক্তির দিন ঘোষণা করেন। সংবাদসংস্থা, ANI আমিরের কাছে জানতে চায় এই রাজ্যে তাঁর নতুন কোনও ছবি মুক্তি পাচ্ছে? তখন আমির খানও আমিরি কায়দায় খোলসা করেন, 'সিতারে জমিন পর'-এর শ্যুটিং হয়েছে গুজরাতের ভাদোদরায়। আর এই বছরের ক্রিসমাসেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি।
আমিরের সংযোজন, 'আমার পরিবর্তী সিনেমা সিতারে জমিন পর-এ মুখ্য চরিত্রে অভিনয় করছি। চলতি বছরের শেষে ছবি মুক্তির একটা পরিকল্পনা রয়েছে। ক্রিসমাসেই মুক্তি পাবে ছবিটি। এটি সম্পূর্ণ বিনোদনমূলক একটি সিনেমা। এই গল্পটা আমার খুব লেগেছে।
সিনেমার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।' গুজরাতের সঙ্গে আমিরের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অভিনেতার বাবার অনেক ছবির শ্যুটিং হয়েছে এখানে। স্মৃতিচারণা করতে গিয়ে আমির জানান, ছোটবেলায় এখানে আসতেন। অনুষ্ঠানে এসে ছেলেবেলার সেই স্মৃতি হাতড়ালেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। ভাদোদরার যে আমূর পরিবর্তন হয়েছে সেটিও নজর এড়ায়নি আমিরের।
চারিদিকে গজিয়ে উঠেছে অনেক বিল্ডিং, রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। মাত্র ১২ বছর বয়সে প্রথমবার গুজরাতে এসেছিলেন আমির। সেই সময়ে এখানের যা পরিস্থিতি ছিল তার সঙ্গে আজকের সত্যিই কোনও মিল নেই বলে মন্তব্য করেন আমির খান। সিনেমার শ্যুটিংয়ের জন্য গুজরাত আমিরের দীর্ঘদিনের পছন্দের একটি জায়গা।
গত বছর সিতারে জমিন পর নিয়ে আমির খান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁরা পোস্ট প্রোডাকশনের কাজ করছেন। ২০২৫-এর মাঝামাঝি সময়ে ছবি মুক্তির চিন্তাভাবনা রয়েছে। ২০২৩-এর অক্টোবরে তারে জমিন পরের সিক্যুয়েল তৈরির ঘোষণা করা হয়েছিল। ২০১৮-এর স্প্যানিস মুভি চ্যাম্পিয়নসের আদলে ছবি বানিয়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান।