Aamir Khan-Gauri Spratt Marriage: ১৪ মার্চ ৬০-এ পা দিলেন বলিউড সুপারস্টার আমির খান। জন্মদিনের আগের দিন সংবাদমাধ্যমের সঙ্গে প্রি বার্থডে সেলিব্রেট করেছেন। সেখানেই নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আমির। বিগত ১৮ মাস সম্পর্কে রয়েছেন আমির-গৌরী। আর একে অপরের সঙ্গে পরিচয় দীর্ঘ ২৫ বছরের। ছ'বছরের একটি পুত্র সন্তানও আছে গৌরীর। আমির তঁর পরিবার ও সন্তানদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন ৬০ বছর বয়সে ফের সংসার পাতবেন আমির খান? রীনা দত্ত, কিরণ রাও-য়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন প্রেমের বসন্ত। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃতীয় বিয়ের ইঙ্গিত দিলেন আমির?
অভিনেতা বলেন, '৬০ বছরে বিয়ে করাটা উচিত হবে কিনা বুঝতে পারছি না। আমার সন্তানরা এই সম্পর্কে খুশি। আমি নিজেকেও একটা বিষয়ে খুব ভাগ্যবান মনে করি। দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেও দীর্ঘ সম্পর্কে ছিলাম। রীনা আর কিরণ দুজনের সঙ্গেই ১৬ বছর সংসার করেছি। এক ছাদের নীচে না থাকলেও এখনও আমরা নানা উপায়ে একসঙ্গে আছি। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। গৌরীর সঙ্গে থেকে মনে হচ্ছে, এবারেও আমি সেটলড।'
/indian-express-bangla/media/post_attachments/704f2b2f-607.jpg)
সাম্প্রতিক অতীতে রেহা চক্রবর্তীর পডকাস্টে এসেও আমির তৃতীয় বিয়ে নিয়ে খুল্লামখুল্লা কথা বলেছেন। তাঁর কথায়, 'এখন আমার বয়স ৫৯। এখন আবার বিয়ে করা খুব কঠিন। এই মুহূর্তে আমার জীবনে অনেকগুলো সম্পর্ক আছে। যেমন পরিবার, সন্তান প্রভৃতি। আমার কাছের মানুষদের নিয়ে আমি খুব সুখী। আরও ভাল মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি।'
মজা করে বলেছিলেন, 'আমার জীবনে দুটো বিয়েই অসফল। তাই আমাকে বিয়ের টিপস দিতে বলবেন না। আমার একা থাকতে মোটেই ভাল লাগে না, সঙ্গীর প্রয়োজন। এখনও প্রাক্তন দুই স্ত্রী রীনা আর কিরণ এখনও আমার পরিবারেরই অংশ। জীবন অনিশ্চিত। কী করে আমরা জীবনের উপর বিশ্বাস রাখব? বিয়েটা এক একজন মানুষের কাছে এক একরকম।'
উল্লেখ্য, আমিরের নতুন প্রেমিকা গৌরী থাকেন বেঙ্গালুরুতে। সেখানে একটি স্যাঁলোর মালিক তাঁর মা। গৌরীর LinkedIn প্রোফাইল অনুযায়ী, ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। লন্ডনের University of the Arts থেকে ফ্যাশন কোর্স, FDA স্টাইলিং ও ফটোগ্রাফি নিয়ে পড়েছেন গৌরী। এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছে তাঁর নিজস্ব স্যালোঁ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরী জানান তিনি আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করছেন।