প্রিম কোর্টে পৌঁছালেন আমির খান। কিন্তু কেন? কোন অপরাধের বশে নাকি অন্য কোনও কারণ রয়েছে? দেশের সর্বোচ্চ আদালতে কি করতেই বা গেলেন আমির খান?
কিছুদিন আগেই তার প্রযোজনায় একটি ছবি রিলিজ করেছিল যার নাম লাপাতা লেডিস। এবং সেই ছবিটি ভয়ংকর মাত্রায় প্রশংসা কুড়িয়ে নেয় গোটা দেশ ব্যাপী। বিশেষ করে লিঙ্গসমতা নিয়ে নির্মিত এই ছবিটি অ্যানিম্যালকে ছাপিয়ে গেছে। OTT তে এই ছবিটি অনেক বেশি মাত্রায় লোক দেখেছেন। ছবিতে রবি কিশান সবথেকে বেশি প্রশংসা পেয়েছেন। আমিরে স্ত্রী কিরণ রাও এই ছবি নির্মাতা।
আর এবার এই লাপাতা লেডিস এর কারনেই সুপ্রিম কোর্ট অব্দি দৌড়াতে হল আমির খান কে। সি ব্লক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর অডিটোরিয়ামে উপস্থিত আমির খান। সঙ্গে ডিভিশন বেঞ্চের আইনজীবীরাও রয়েছেন। এছাড়াও ছিলেন গুণ্যমান্য আইনজীবীরা। খুব গম্ভীর মুখ করেই বসে থাকতে দেখা গেল আমির খান কে। সকলের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিলেন অভিনেতা।
আরও পড়ুন - Hina Khan: চলছে কেমোথেরাপি, শরীরে নিউরোপ্যাথিক যন্ত্রণা হিনার, সামলাচ্ছেন কী করে অভিনেত্রী?
আসলে ব্যাপারটা একটু অন্যরকম। লাপাতা লেডিসের বিশেষ ক্রিয়া আয়োজন করা হয়েছিল আজ সুপ্রিম কোর্টে। বিকেল ৪:১৫ থেকে সন্ধ্যে ছটা কুড়ি পর্যন্ত চলবে এই কারিক্রম। সুপ্রিম কোর্টে ৭৫ তম জন্মদিন হিসেবে এই আয়োজন। এই ছবিতে, যেভাবে লিঙ্গ বৈষম্যএর ভাবনাকে দূরে করা হয়েছে, সেই সচেতনতা বৃদ্ধি করতেই এমনটা আয়োজন। আর নিজের ছবির এই বিশেষ কারণেই সুপ্রিম কোর্টে গেলেন আমির খান। চিফ জাস্টিস, ডি ওয়াই চন্দ্রচুর বলেন, আমি আদালতে পদপিষ্ট হতে চাই না। কিন্তু আমির খান আজ এসেছেন, সেটাই বড় কথা।
লাপাতা লেডিস সিনেমাটি, যেভাবে সামাজিক সমস্যা গুলিকে সরলতার সঙ্গে বর্ণনা করেছিল সেই কারণেই প্রশংসা পেয়েছিল। আর এই বিশেষ স্ক্রিনিং উপলক্ষে, শুধু বিচারপতিরা নয়, তাদের পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এবং দর্শক আসনে আমির খানের পাশাপাশি কিরন রাও থাকবেন এমনটাই জানা গিয়েছিল।