Aamir Khan New Girlfriend: 'এসেছে প্রেম এসেছে আজ কী মহা সমারোহে'-বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের জন্য আজ যেন এটাই পারফেক্ট লাইন। দুবার বিবাহবিচ্ছেদের পর আমিরের জীবনে ফের নতুন প্রেমের বসন্ত। ৬০ বছর বয়সী আমিরের মনে লেগেছে নতুন প্রেমের রং। ১৪ মার্চ, শুক্রবার হোলির দিনই আমিরের জন্মদিন। রঙের উৎসবে আজ যেন প্রকৃত অর্থে রঙিন বার্থডে বয় আমির। সংবাদমাধ্যমের সঙ্গে প্রাক জন্মদিন সেলিব্রেশনে মেতেছিলেন সুপারস্টার। কেক কেটে প্রি বার্থডে সেলিব্রেশনের মুহূর্তে আমিরি কায়দায় সারপ্রাইজ দিয়েছেন আমির খান। অনেকদিন ধরেই বেঙ্গালুরুনিবাসী গৌরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। জন্মদিনের ঠিক আগেই চর্চায় সিলমোহর দিলেন। শুধু তাই নয়, সকলের সঙ্গে গৌরীর পরিচয়ও করিয়ে দিলেন আমির খান।
কে এই গৌরী? আমিরের নতুন প্রেমিকা গৌরী থাকেন বেঙ্গালুরুতে। সেখানে একটি স্যাঁলোর মালিক তাঁর মা। গৌরীর LinkedIn প্রোফাইল অনুযায়ী, ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। লন্ডনের University of the Arts থেকে ফ্যাশন কোর্স, FDA স্টাইলিং ও ফটোগ্রাফি নিয়ে পড়েছেন গৌরী। এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছে তাঁর নিজস্ব স্যালোঁ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরী জানান তিনি আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করছেন। দীর্ঘ ২৫ বছর আমিরের সঙ্গে পরিচায়। উল্লেখ্য, তিনি ছ'বছরের এক সন্তানের মা। গত ১৮ মাস সম্পর্কে রয়েছেন আমির ও গৌরী।
সংবাদমাধ্যমের সামনে মজা করে আমির বলেন, 'আপনাদের কিছু টের পেতে দিইনি। ইন্ডাস্ট্রির বাইরে কারও সঙ্গে সম্পর্কে রয়েছি সেটা শুধু আন্দাজ করেছিলেন। ও বেঙ্গালুরুতে থাকে। ওঁর সঙ্গে দেখা করতে ওখানেই যেতাম। বেঙ্গালুরু মিডিয়ার বাড়বাড়ন্তটা একটু কম। তাই আমরা ফোকাসে আসিনি।' কিন্তু, গৌরী অনেকবারই মুম্বইয়ে আমিরের বাড়িতে এসেছেন। সেই সময় কেন পাপারাজ্জিদের নজর এড়িয়ে গেল? বলিউডের বাকি 'খান' ভাইদের খোঁচা মেরে আমির বলেন, 'আমি তো আমার পরিবার ও সন্তানদের সঙ্গে ওঁর পরিচয় করিয়ে দিয়েছিলাম। কিন্তু, সেই সময় আপনাদের ফোকাস আমার বাড়িতে ছিল না।'
এরপর যে আমির-গৌরীর উপর প্যাপেদের একটা বেশ কড়া নজরদারি থাকবে সে কথা বলাইবাহুল্য। জন্মদিনে পরিবার-বন্ধুবান্ধবের সঙ্গে ডিনার প্ল্যান করেছেন আমির। সেই নৈশভোজে যোগ দেবেন গৌরীও। আমিরের পরবর্তী সিনেমা তারে জমিন পর-এর সিক্যোয়েল সিতারে জমিন পর। গরমের ছুটিতে মুক্তি পাবে আমিরের আপকামিং ছবি।