/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/75913.jpg)
ইশা আম্বানির বাগদানের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল গোটা বি-টাউন
প্রায় পুরো বলিউড যেন উঠে গিয়েছে ইতালির লেক কোমোতে। কারণটা আম্বানি। মুকেশ আম্বানি ও নীতা আম্বানির মেয়ে ইশা আম্বানির এনগেজমেন্টের পার্টি বলে কথা, সেখানে যে বি-টাউন থাকবে, এটা তো অনেকটা চিরন্তন সত্যের মতো। এদিন ইতালির লেক কোমোতে বাগদানের পরবর্তী অনুষ্ঠানে হাজির আমির খান, করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়ারা। এর আগে অবশ্য মুম্বইয়ে হয়ে গিয়েছে তাঁদের বাগদান। এটা তারই পরবর্তী অনুষ্ঠান। সেখানেও উপস্থিত হয়েছিল পুরো বি-টাউন। ছিলেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে ক্রিকেটাররা।
তবে এদিন ইটালিতে হাজির ছিলেন কিরণ রাও, জুহি চাওলা, জাহ্নবী কাপুররা। দেখা মিলল অনিল কাপুর, সোনম কাপুর আহুজা ও আনন্দ আহুজারও। ইতালিতে হাজির সঙ্গীতের মাইলস্টোন এ আর রহমানও। অনুষ্ঠান মাতিয়ে রাখলেন জন লেজেন্ড।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/216.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/511.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/anil-2.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/janhvi-1.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/juhi-chawla2.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/nick-jonas1.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/priyanka-nick-1.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/sonam-kapoor1.jpg)
বিশিষ্ট ব্যবসায়ী জয় পিরামলের ছেলে তথা ইশার দীর্ঘদিনের বন্ধু আনন্দ পিরামলের সঙ্গে বাগদান হল আম্বানি-কন্যার। এ বছরের ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা এই যুগলের। আবার এ বছর মার্চেই মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বাগদান হয়েছে শ্লোকা মেহেতার সঙ্গে।