scorecardresearch

Aamir Khan-Kiran Rao: ১৫ বছরের দাম্পত্যে ছেদ! ডিভোর্স ঘোষণা আমির-কিরণের

Aamir Khan-Kiran Rao: ‘এই সিদ্ধান্তের পর আমাদের সম্পর্ক শেষ নয় বরং নতুন ভাবে শুরু। সন্তান আজাদের জন্য যৌথ অভিভাবক এবং পরিবার হিসেবে আমরা থাকবো।‘

Aamir Khan-Kiran Rao, Divorce
চলতি বছর জুলাইতে যৌথ বিবৃতি প্রকাশ করেন এই তারকা দম্পতি। ঘোষণা করেন বিচ্ছেদ।

১৫ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানলেন আমির খান-কিরণ রাও। এই তারকা দম্পত্তির তরফে শনিবার যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতেই এই সিদ্ধান্তের প্রসঙ্গ উল্লেখ করে আমির-কিরণ লেখেন, ‘এই সিদ্ধান্তের পর আমাদের সম্পর্ক শেষ নয় বরং নতুন ভাবে শুরু। সন্তান আজাদের জন্য যৌথ অভিভাবক এবং পরিবার হিসেবে আমরা থাকবো।‘

২০০২ সাল থেকে যে সম্পর্কের বীজ বপন শুরু হয়েছিল, হঠাৎ কেন তাতে ছেদ? এই প্রশ্নের জবাব এখনও অবধি দিতে পারেনি তাবড় সিনে সমালোচকরা। তবে আমির-কিরণের যৌথ বিবৃতি পড়লে কিছুটা ইঙ্গিত পাওয়া যেতেই পারে। কী লেখা সেই বিবৃতিতে? পড়ুন, ‘আমরা বহুদিন ধরেই বিচ্ছেদের প্রাথমিক পরিকল্পনা নিয়েছি। আজ খুব স্বস্তি লাগছে পরিকল্পনার স্বার্থক রুপায়ন করতে পেরে।আমরা এখন একটা বৃহত্তর পরিবার হিসেবে জীবনযাপন করব। আজাদের সহ-অভিভাবক হিসেবে তার সঠিক শিক্ষা ও ভরনপোষণে নিজেদের সমর্পণ করব। ছবির কাজ এবং পানি ফাউন্ডেশনের জন্য যৌথ ভাবে কাজ করব।‘

[আরও পড়ুন: Aamir-Kiran: ‘লগান’ থেকেই প্রেম, আমির-কিরণের সংসারে ভাঙন নিয়ে মুখ খুললেন অন্তরঙ্গ বন্ধু]

সেই যৌথ বিবৃতি!

বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তে স্বভাবতই বিস্মিত টিনসেল টাউন। ২০০২ সালে তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তকে ডিভোর্স দিয়ে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদ রাও খান  সন্তানের অভিভাবক হয়েছিলেন এই দম্পতি। এদিকে, একাধিকবার মুক্তির দিন পিছোলেও শেষ পাওয়া খবর ২০২২ ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে আমির খান-করিনা কাপুর অভিনীত লাল সিং চাড্ডা। হলিউড ক্লাসিক ফরেস্ট গাম্পের থেকে অনুপ্রাণিত এই ছবি। পরিচালনায় অদ্বৈত চন্দন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Aamir khan kiran rao announces divorce through a official statement entertainment