Gauri Spratt On aamir Khan: রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদর পর আমিরের জীবনে নতুন প্রেমের বসন্ত। মিস্টার পারফেক্টশনিস্টের নতুন সঙ্গীনির নাম গৌরী। ১৪ মার্চ ছিল আমিরের ৬০তম জন্মদিন। তার আগে সংবাদমাধ্যমের সঙ্গে প্রাক জন্মদিন সেলিব্রেট করেন। সেখানেই গৌরীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন। আমিরের অকপট স্বীকারোক্তি, দীর্ঘ ২৫ বছর একে অপরকে চেনেন আর তাঁদের সম্পর্কের বয়স ১৮ মাস। গৌরী গ্ল্যামার দুনিয়ার সঙ্গে খুব একটা স্বাচ্ছন্দ্য নন। তবুও স্বল্পভাষী গৌরী বলেন, তিনি আমিরকে সুপারস্টার হিসেবে নয়, পার্টনার হিসেবে দেখতে চান।
সংবাদমাধ্যমের সামনে কোনওরকম রাখঢাক না করেই আমিরের নতুন প্রেমিকা জানান, দিল চাহতা হ্যায়, আর লাগান এই দুটি সিনেমাই দেখেছেন। খুব একটা হিন্দি সিনমা যে দেখেন না সই কথাও বিন্দুমাত্র সংকোচ না করেই প্রকাশ্যে বলেন গৌরী। তাঁর মতে, 'আমি আমিরকে সুপারস্টার হিসেবে নয়, একজন সঙ্গীর নজরে দেখি।' তবে মনের মানুষের কাছে একটা বিশেষ আবদার রয়েছে আমিরের। তিনি চান, গৌরী যেন তারে জমিন পর সিনেমাটি দেখেন। আমির জানান, চলচ্চিত্র উৎসবে তারে জমিন পর পুনরায় মুক্তি পাবে। একসঙ্গে সিনেমা দেখার ইচ্ছের কথাো বলেন।
ফিল্মি দুনিয়ার হালহলিকত সম্পর্কে খুব একটা অবগত নন গৌরী। সঙ্গিনীকে কমফোর্ট জোন দিতে পাপারাজ্জিদের গৌরীর ছবি না তোলার অনুরোধ করেন। তবে আমিরের পরিবার নিয়ে গৌরী জানিয়েছেন, অভিনেতার পরিবার তাঁকে সাদরে গ্রহণ করেছে। প্রতিটি সদস্যের ব্যবহারে মুগ্ধ গৌরী। কিন্তু, প্রচারের আলোয় আসতেই একটি বড় সিদ্ধান্ত নিলেন। মুছে ফেললেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট! আমিরের জন্মদিন সেলিব্রেশনের প্ল্যানিং Pinteres অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন যা কিছুক্ষণের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে যায়। কিন্তু, এই মুহূর্তে সেই অ্যাকাউন্টের আর কোনও হদিস নেই। তাই নেটনাগরিকের ধারণা অ্যাকাউন্টটি হয় প্রাইভেট করা হয়েছে না হয় মুছে ফেলেছেন আমিরের নতুন প্রেমিকা গৌরী।