Sourav Ganguly-Aamir Khan: সৌরভের বাড়ির দরজায় আমির খান, দেখা তো মিললই না, উল্টে দূর দূর করে তাড়িয়ে দিল দারোয়ান..!
Sourav Ganguly birthday: আমির খান দাদার বাড়িতে যেই গেলেন তাঁকে দূরদূর করে তাড়িয়ে দেওয়া হল। এমনও বলা হলো, যে দাদা বাড়িতে নেই। কিন্তু কেন? আমির খানের সঙ্গে এহেন আচরণ! আসলে ঘটনাটি ঘটেছিল প্রায় ১৫ বছর আগে।
Sourav Ganguly Birthday: সৌরভ গঙ্গোপাধ্যায় বলে কথা, তাঁর সঙ্গে দেখা করা নির্ঘাত সহজ ঘটনা নয়। হঠাৎ করে কেউ যদি এসে একথা বলেন, দাদার সঙ্গে দেখা করতে চাই, সম্ভব? নিশ্চই না। কিন্তু সেই ব্যক্তি যদি হন আমির খান, তবে?
Advertisment
নানা সময়, বহু ক্রিকেট প্লেয়ার এসেছেন গাঙ্গুলির বাড়িতে। অতিথেয়তার পাশাপাশি পেয়েছেন ভালবাসাও। কিন্তু আমির খান দাদার বাড়িতে যেই গেলেন তাঁকে দূরদূর করে তাড়িয়ে দেওয়া হল। এমনও বলা হলো, যে দাদা বাড়িতে নেই। কিন্তু কেন? আমির খানের সঙ্গে এহেন আচরণ! আসলে ঘটনাটি ঘটেছিল প্রায় ১৫ বছর আগে।
থ্রি ইডিয়টস ছবির প্রচারে শহরে এসেছিলেন আমির খান। তখনই তিনি কান্ড বাঁধিয়ে বসেন। নিজের বেশভূষা পাল্টে ফেলে, মেকাপ নিয়ে সোজা হাজির হন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। রাস্তা ঘাটে একে ওকে জিজ্ঞেস করতে থাকেন কেউ দাদার বাড়ি কোথায় চেনেন কিনা? সেখানে পৌঁছেও যান! কিন্তু..তাঁর বাড়ির দরজায় টোকা দিলেও সেদিন দাদার দেখা মেলেনি। উল্টে বাড়ির দরজা থেকেই তাঁকে তাড়িয়ে দেন দারোয়ান।
আমিরকে তাঁর বাড়ির দরজায় গিয়ে বলতে শোনা যায়, এটা কি দাদার বাড়ি? আমি উনার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু লাভ কিছুই হয়নি। বরং, আমির এই ঘটনা শেয়ার করেছিলেন ডোনা এবং দাদার সঙ্গে। গল্প শুনে তো হেসে খুন সৌরভ এবং তাঁর পরিবার। কিন্তু, এখানেই শেষ না। দাদার বাড়িতে আমন্ত্রণ পেয়েছিলেন আমির। সেখানে পাত পেড়ে খাওয়ার পাশাপাশি দারুণ সব গল্প হয়েছিল।
যদিও, সৌরভ তখন BCCI প্রধান পদে ছিলেন না। কিন্তু তাঁর জনপ্রিয়তা ছিল দেখার মত। ভারতের সেরা অধিনায়কদের মধ্যে তাঁর নাম আসে। এমনকি, অনেকেই মনে করেন দেশের বাইরে খেলার আগ্রাসন শিখিয়েছেন সৌরভ খোদ। আজ তাঁর জন্মদিন। লন্ডনে পরিবারের সঙ্গে উদযাপন করছেন তিনি। ক্রিকেট তারকাদের অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ করে, সচীনের জন্মদিনের উইশ দেখেই পাল্টা ধন্যবাদ জানান দাদা।