Aamir Khan: পালিয়েই শুভ কাজ সারেন অভিনেতা, 'ডিভোর্স হলেই কি..', কেন এমন বললেন আমির?

ডিভোর্স মানেই সম্পর্কের পথ শেষ হয়ে যাওয়া নয় উল্লেখ করে আমির বলেন, 'ডিভোর্সের অর্থ এই নয় যে আমরা একে অপরের প্রতি ভালবাসা-শ্রদ্ধা সব হারিয়েছি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amir khan news- actor reavel ex wife's

aamir khan news: কী বলছেন আমির? Photograph: (Instagram)

আজকের সময়ে, শীর্ষ স্তরের সেলিব্রিটির পক্ষে স্পটলাইট থেকে দূরে জীবনযাপন করা সহজ নয়। তবে ডিজিটাল যুগের আগেও আমির খান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে পিছপা হননি। প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে তাঁর সমীকরণ সম্পর্কে কথা বলতে গিয়ে আমির বলেছিলেন যে কীভাবে তাদের প্রতি তাঁর শ্রদ্ধা এবং স্নেহ আজও হ্রাস পায়নি।

Advertisment

"রিনা আর আমি বিয়ে করেছিলাম এবং ১৬ বছর একসঙ্গে ছিলাম। আমরা পালিয়ে বিয়ে করেছিলাম," আমির আরও জানান, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সম্পর্ক ছিল রিনা এবং কিরণের সাথে। তিনি বলেন, 'রিনা ও কিরণ দুজনেই অসাধারণ মানুষ। এই দুই নারী যাদের সঙ্গে আমি জীবন কাটিয়েছি এবং তারা আমাকে অনেক কিছু দিয়েছে।" 

ডিভোর্স মানেই সম্পর্কের পথ শেষ হয়ে যাওয়া নয় উল্লেখ করে আমির বলেন, 'ডিভোর্সের অর্থ এই নয় যে আমরা একে অপরের প্রতি ভালবাসা-শ্রদ্ধা সব হারিয়েছি। হয়তো আমরা আমাদের সম্পর্ক শেষ করেছি, কিন্তু কিরণ ও রীনা এবং তাদের পরিবারের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আসলে আমি তাদের পরিবারের খুব কাছের মানুষ।" এর আগে একটি সাক্ষাত্কারে, কিরণও আমিরের মায়ের সাথে কেমন সম্পর্ক সে বিষয়ে মুখ খুলেছিলেন এবং জানান যে বিবাহবিচ্ছেদ সত্ত্বেও তারা যোগাযোগ রাখেন।

আমির, যিনি ৬০ বছর বয়স থেকে মাত্র কয়েক দিন দূরে রয়েছেন, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল এবং উদযাপিত তারকা হিসেবে চর্চিত আগামীতে তাঁকে আর এস প্রসন্নর 'সীতারে জমিন পার' ছবিতে দেখা যাবে এবং লোকেশ কানাগরাজের বহু প্রতীক্ষিত কুলি ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

aamir khan Aamir Khan Kiran Rao Separation