Aamir Khan: 'দীর্ঘ ২০ বছর অভিনেতা হিসেবে কোনও পারিশ্রমিক নিই না', কী ভাবে বিলাসবহুল জীবনযাপন করেন আমির?

Aamir Khan: দীর্ঘ ২০-২১ বছর অভিনেতা হিসেবে একটি টাকাও পারিশ্রমিক নেন না আমির খান। সিনেমা থেকে আয়ের ক্ষেত্রে একটি বিশেষ পন্থা অবলম্বণ করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aamir ira

দীর্ঘ ২০ বছর অভিনেতা হিসেবে কোনও পারিশ্রমিক নিই না: আমির

Aamir Khan Salary As An Actor: ইন্ডাস্ট্রির প্রথমসারির তারকাদের কাস্ট করার ক্ষেত্রে প্রযোজনা সংস্থা তাঁদের পরিশ্রমিক নিয়ে ভাবেন। বিগ বাজেটের সিনেমার ক্ষেত্রে তারকাদের পারিশ্রমিকের বিষয়টা বেশ চিন্তার। হাইপ্রোফাইল সেলেবরা মোটা টাকা দর হাঁকালেই তো...। যদি সিনেমা সুপারহিট হয় তাহলে ছবি মুক্তির পর অনেক সময় তারকারা তাঁদের পারিশ্রমিক বাড়িয়ে দেন। প্রযোজনা সংস্থাকে এইরকম বিষয়গুলো প্রতিনিয়ত সামলাতে হয়।  

Advertisment

এক্ষেত্রে কিন্তু, আমির খানকে নিয়ে প্রযোজনা সংস্থা বেশ 'কুল'। কারন তিনি তো অভিনেতা হিসেবে এক পয়সাও পারিশ্রমিক নেন না। সিনেমা থেকে আয়ের লভ্যাংশের একটা অংশ পারিশ্রমিক হিসেবে নেন সুপারস্টার আমির খান। বলিউড ইন্ডাস্ট্রিতে মিস্টার পারফেক্টশনিস্ট বলেই পরিচিত। 

দীর্ঘ ৩৭ বছর আমিরি কায়দায় দর্শকের মন জয় করে চলেছেন। রোম্যান্টিক নায়ক থেকে গজনির মতো ছবিতে সিক্স প্যাকেও বাজিমাত। এছাড়াও পিকে, থ্রি ইডিয়টসের মতো অন্য ধারার ছবিতেও আমিরি ম্যাজিক জাস্ট ফাটাফাটি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়টা সাক্ষাৎকারে কেরিয়ারের উত্থান, খারাপ সময় ও সিনেমা থেকে কোন পদ্ধতিতে আয় করেন সব নিয়েই খুল্লামখুল্লা কথা বলেন আমির খান।

বহু অভিনেতাই নির্দিষ্ট ইমেজটাকেই ধরে রাখতে চান। কিন্তু, আমির সেই পথে চলতে নারাজ। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমির বলেন, 'বিগত ২০-২১ বছর আমি সিনেমা করার জন্য অভিনেতা হিসেবে কোনও পারিশ্রমিক নিই না। যদি আমার সিনেমা আপনাদের ভাল লাগে তাহলে পকেটে টাকা আসবে। যদি পছন্দ না হয় তাহলে আমার আয় বন্ধ।' 

Advertisment

দু'দশকের বেশি সময় অভিনেতা হিসেবে পারিশ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছেন। সিনেমার লভ্যাংশই আমিরের পারিশ্রমিক। এর নেপথ্যে রয়েছে একটা বিোশেষ কারন। আমিরের মতে, 'যদি একটি প্রযোজনা সংস্থা সিনেমা তৈরির জন্য যদি ২০০ কোটি বরাদ্দ করে তার মধ্যে অর্ধেকটাই তারকাদের পারিশ্রমিক হয় তাহলে সিনেমা ফ্লপ হলে প্রযোজনা সংস্থা কী ভাবে সেই টাকা পুনঃদ্ধার করবে? প্রাথমিক খরচের ২০ থেকে ৩০ কোটি একটি ছবি থেকে আয় হওয়া অত্যন্ত জরুরি।'

একজন তারকা হিসেবে সিনেমা থেকে আয়ের ক্ষেত্রে পুরনো জমানার রীতি মেনেই চলতে চান। আমির বলেন, 'আমি পুরনো দিনের রীতি মেনে চলি। আগে আর্টিস্টরা যেভাবে আয় করতেন আমি সেই পন্থায় বিশ্বাসী। কাজের ক্ষেত্রেও অনেক স্বাধীনতা পাই। ভিন্ন ধরনের চরিত্র নিয়ে কাটাছেঁড়া করার সুযোগ পাই।'

bollywood movie aamir khan Bollywood News Bollywood Actor