Aamir Khan News: আমির খানের জীবনে এখন নতুন প্রেমের বসন্ত। বেঙ্গালুরুনিবাসী গৌরীকে নিয়ে নতুন স্বপ্ন সাজাচ্ছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। জন্মদিনের আগেই মনের মানুষের সঙ্গে পরিচয় করিয়েছেন। ১৮ মাস গৌরীর সঙ্গে প্রেম করছেন সুপারস্টার। নতুন সম্পর্কের কারণে এখন লাইমলাইটে আমির খান। সম্প্রতি Instant Bollywood-কে দেওয়া সাক্ষাৎকারে অতীতের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেতা।
একটা সময় মদে আসক্ত হয়ে পড়েছিলেন। একদিনে একটি বোতল অনায়াসে শেষ করে ফেলতেন। প্রথম স্ত্রী রীণা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর পুরোপুরি নেশাগ্রস্থ হয়ে পড়েছিলেন আমির খান। সেই সময়ের কথা অকপটে বলেন অভিনেতা। কর্মজীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। একের পর এক সিনেমার প্রস্তাব নাকোচ করে দিতেন। রীণার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ আমিরের।
তিনি বলেন, 'রীণার সঙ্গে বিচ্ছেদের পর প্রায় দু-তিন বছর আমি শোকস্তব্ধ ছিলাম। কোনও কাজ করতাম না। সিনেমার স্কিপ্ট শুনতে ভাল লাগত না। বাড়ি একা থাকতাম। প্রায় দেড় বছর মদে ডুবে ছিলাম। ওই সময় আমি বুঝতে পারতাম না কী করব। রাতে ঘুমাতে পারতাম না বলেই মদেশর নেশায় আসক্ত হয়ে পড়েছিলাম। আজ যে মানুষটা মদ ছুঁয়ে দেখে না একটা সময় মদই ছিল তাঁর সঙ্গী। তখন আমি দেবদাস হয়ে গিয়েছিলাম। চরম অবসাদে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম।'
যন্ত্রণার দিনগুলোর কথা স্মরণ করে আমির আরও যোগ করেন, 'আমার জন্য ওটা তখন কতটা গুরুত্ব ছিল তা বলে বোঝাতে পারব না। যেটা একসময় আমার ছিল সেটা এখন আমার নয়, এই বিষয়টা মানতে আমার কষ্ট হয়েছিল। একইসঙ্গে আবার এটাও ভাব যখন সে তোমার জীবনে ছিল তখন কত ভাল ছিল আর যখন থাকে না তখন তাঁকে কতটা মনে পড়ে।'
১৯৮৬ সালে রীণার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন আমির। তাঁদের দুই সন্তান জুনায়েদ ও ইরা। ২০০২ সালে আলাদা হয় দুজনের পথ। বিচ্ছেদের পাঁচ বছর পর কিরণের সঙ্গে সংসার পাতেন। ২০২১-এ ভেঙে যায় আমিরের দ্বিতীয় দাম্পত্যও। সারোগেসি পদ্ধতিতে কিরণের কোল আলো করে আসে আজাদ।