/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/aamir.jpg)
Aamir Khan in PK; কী ঘটেছিল সেদিন?
পিকে সিনেমার সেই রেডিওর গল্প নিশ্চই মনে আছে? রাজকুমার হিরানি এবং আমির খানের জুটি যে দারুণ ছবি উপহার দিয়েছিলেন - আজও মনে রেখেছেন দর্শক। কিন্তু এই ছবির শুটিং করতে গিয়েই আমিরের যা হয়েছিল...
আমির এই প্রথম এসে হাজির হয়েছিলেন দ্যা গ্রেট ইন্ডিয়ান শো কপিল শর্মার ক্যাফেতে। বিশ্বাসযোগ্য ঘটনা না হলেও আমির এমন কিছু ঘটনা খোলসা করেছেন যে হাসি ধরছে না বেশিরভাগের। একেই তো তাঁর পোশাক নিয়ে কথা ওঠে। আমির সোজা বলেন, এই অনুষ্ঠানেও তিনি শর্টস পড়ে আসতেন শুধু বাড়ির লোক বলেছেন ফুল প্যান্টে আসতে।
তারপরেই তিনি পিকে সিনেমার সেই দৃশ্যের কথা বলেন। যেখানে, নগ্ন অবস্থায় কেবল একটি রেডিও নিয়ে তিনি দৌড়েছিলেন। অভিনেতা সেই কথা বলতে গিয়েই হেসে ফেলেন। আর উল্টোদিকে যখন কপিল শর্মা তখন তো, ভয়ঙ্কর সব প্রশ্ন আসবেই। কমেডিয়ান তাঁকে প্রশ্ন করেন..
আপনি যে রেডিওটা ধরেছিলেন, সেটা নিয়ে ভয় হয়নি? যে ফ্রিকোয়েন্সি এদিক ওদিক হয়ে গেলে, ব্রডকাস্ট মুশকিল জায়গায় হবে? এই প্রশ্ন শুনেই আমির খান উত্তর কি দেবেন। কুল কিনারা পাচ্ছে না সে। বলে উঠলেন..
একটা কথা না বললেই নয়। ওই রেডিওটা নিয়ে যখন আমি হাঁটতাম তখন তো ঠিক ছিল। কিন্তু, যখন দৌড়তে হত, আমি ভীষণ ভয় পেতাম। অভিনেতা এটুকু বলেই নিজে হাসতে শুরু করেন। আর উপস্থিত দর্শকরা হাসতে হাসতে শেষ।
উল্লেখ্য, আমির এই প্রথম এই শোয়ে এলেন। নানা প্রশ্নের উত্তর দিলেন। এও জানালেন কেন, তিনি পুরস্কারের মঞ্চে যান না। প্রকাশ্যে বললেন, "সময়ের হিসেব করা উচিত। সময় খুব দামী, এটার সঠিক ব্যবহার করা উচিত।"