আমির খান নিজের মন্তব্যের কারণে শিরোনামে। অভিনেতা এই প্রথম কপিল শর্মার শোয়ে হাজির হয়েছিলেন। আর সেখানেই এসে নানা কথা বলতে শোনা গেল তাঁকে। আমির না যা যা বললেন...
একেই এই প্রথম কপিলের শোয়ে এলেন তিনি। তাই, কিছু তো গল্প গুজব হবে একথা জানাই ছিল। অভিনেতাকে এবার মুসলিম হয়েও প্রনামের সারমর্ম কিভাবে বুঝেছিলেন সেই নিয়েই মুখ খুললেন। ধর্মীয় দিক বিচার করলে, আমিরের আদাব করা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু পাঞ্জাবে গিয়েই তাঁর এই ধারণায় বদল এসেছিল।
দুটি বিখ্যাত এবং সুপার হিট ছবির তিনি শুটিং করেছিলেন পাঞ্জাবে। রং ডে বসন্তি এবং দঙ্গল ছবির কারণে তিনি বেশ জনপ্রিয় পাঞ্জাবের দিকে। আর এবার তিনি সেখানে যাওয়ার কিছু ভাল বিষয়ের কথা উল্লেখ করলেন। অভিনেতা বললেন..
আরও পড়ুন - Aamir Khan-SRK: ‘শাহরুখের হাতে তাবিজ বেঁধেছিল যিনি ওই তো আমার বোন…’, ‘পাঠান মায়ের’ সঙ্গে পরিচয় করালেন আমির…
"আমার কাছে এই বিষয়টা খুব আদরের। আমরা পাঞ্জাবে রং দে বসন্তী শুট করি। আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছিল সেখানে। আর সত্যি কথা বলতে গেলে পাঞ্জাবি মানুষেরা খুব ভাল এবং সৎ। তারপর যখন আমরা দঙ্গল শুট করতে গেলাম সেখানে দুই মাস যাবৎ ছিলাম। প্রতিদিন সকালে যখন যেতাম ৫-৬ জন আমায় স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেন। তাঁরা আমায় দেখা মাত্রই হাত জোড় করে সাতশ্রীয়াকলা বলতেন। এবার, আমার তো হাত জোড় করা অভ্যাস ছিল না। আমি আদাব করার জন্যই মাথা তুলতাম। কিন্তু, শেষে যে কী হল..."
অভিনেতা আরও বললেন, "পাঞ্জাবে কিছুদিন থাকার পর হাত জোড় করে নমস্কার বলার মধ্যে যে মাধুর্য সেটাই বুঝতে পারলাম। এটা দারুণ সুন্দর একটা বিষয়। পাঞ্জাবের সকলে আমায় যা সম্মান এবং ভালবাসা দিয়েছেন, সমস্ত ধর্ম - বর্ন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে.. আমি ভাষায় প্রকাশ করতে পারব না।"