আমির খানের পুত্র জুনায়েদ খান অভিষেক ঘটাচ্ছেন ইন্ডাস্ট্রিতে। মহারাজ নামক ছবির মধ্যে দিয়ে তিনি বলিউডে পা রাখছেন। বাবার কাছ থেকে নিশ্চই টিপস পেয়েছেন।
একদিকে, আমির যখন বলেছিলেন, ছেলে মেয়ে তাঁর একটাও কথা শোনেন না। আমির যা বলেন, ঠিক তাঁর উল্টোটা করেন ছেলে মেয়ে। সেখানে, যেখানে ইন্ডাস্ট্রিতে কেউ পদার্পন করলেই আমিরের দক্ষতার দিকে দৃষ্টি নিক্ষেপ করেন সকলে। তাহলে, এবারও কি তাঁর ছেলে নিজের পথেই হাঁটলেন?
জানা যাচ্ছে, বাবার পরামর্শ না নিয়ে কিছুই করেননি জুনায়েদ। যশ রাজের ব্যানারে কাজ করছেন বলে দায়িত্ব রয়েছেই। আমিরকে ছবিটা আগেই দেখিয়েছেন আদিত্য চোপড়া। ছেলে জুনায়েদ জানালেন, বাবার প্রজেক্ট নয় এটা। কিন্তু, উনি ছবিটা আগে দেখেছেন।
আরও পড়ুন - Hina Khan: হঠাৎ করেই জীবনে নেমে এল অন্ধকার! মারণ রোগে আক্রান্ত টেলি-কুইন হিনা খান…
সঙ্গে ছবির ক্ষেত্রে পরামর্শ নিয়েছেন কিনা এই বিষয়ে জানতে চাইলে, অভিনেতা বলেন.. "বাবার সঙ্গে ছবিটি নিয়ে কথা বলেছিলাম। কিছু পরামর্শ দিয়েছেন তিনি। কিছুটা দেওয়াও হয়েছে ছবিতে। কিন্তু পুরোটা দেওয়া হয়নি। বলা উচিত, উনি আমাদের ওপর কোনও চাপ দেন না, কোনও হস্তক্ষেপ করেন না। শুধু এটুকুই দেখেন আমরা স্বাধীন ভাবে আছি কিনা।"
উল্লেখ্য, জুনায়েদের এই ছবি বিরাট বিতর্কের সৃষ্টি করে। মহারাজ রিলিজের আগেই নানা আলোচনা শুরু হয়েছে। কিন্তু সেসবকে পরোয়া নয়, বরং রিলিজের পথে সেই ছবি।