Advertisment
Presenting Partner
Desktop GIF

Aamir Khan: 'আমার দুই স্ত্রী জানে আমি কতটা রোম্যান্টিক', আমিরি কায়দায় প্রেমিক মনের ইস্তেহার 'ডিভোর্সি' আমিরের

Aamir Khan Romantic: দুই স্ত্রী-ই প্রাক্তন। তবুও কিরণ রাও ও রীণা দত্তের সঙ্গে আজও ভাল সম্পর্ক আমিরের। ডিভোর্সের পরও নিজেকে রোম্যান্টিক সার্টিফিকেট আমিরের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aamir khan, aamir khan ex-wives, aamir khan koffee with karan, aamir khan karan Johar, aamir khan kiran rao, kiran rao, reena dutta, aamir khan kids, ira khan, koffee with karan season 7, আমির খান, আমির খানের ২ প্রাক্তন স্ত্রী, কিরণ রাও, রিনা দত্ত, আমির কিরণ, আমির রিনা, ইরা খান, কফি উইথ করণ, করণ জোহর আমির খান, Indian Express Entertainment News, Bengali News today

আমিরি কায়দায় প্রেমিক মনের ইস্তেহার 'ডিভোর্সি' আমিরের

Aamir Khan Romance: মুম্বইয়ে সম্প্রতি জুনায়েদের আপকামিং রোম্যান্টিক কমেডি মুভি 'লাভইয়াপা'-ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন বলিউডের মিস্টার পারপেক্টশনিস্ট আমির খান। এই ছবিতে জুনায়েদের বিপরীতে রয়েছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। প্রথমবার একসঙ্গে বড় পর্দায় জুটি বাঁধলেন জুনায়েদ-খুশি। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই প্রেম-ভালবাসা-সম্পর্ক নিয়ে নিজের মত ব্যক্ত করেন। সকলের সামনেই অকপটে বলেন, তিনি নিজেও ভীষণ রোম্যান্টিক। যদি তাঁর কথা বিশ্বাস না হয় তাহলে দুই প্রাক্তন স্ত্রীর থেকে যে কেউ সত্যতা যাচাই করে নিতে পারেন। 

Advertisment

মিস্টার পারফেক্টশনিস্ট বলেন, 'আমি খুব রোম্যান্টিক মানুষ। মা কসম। এটা শুনে অবাক হতে পারেন। তবে আমার দুই স্ত্রীর থেকে সত্যিটা শুনে নেবেন। সেই জন্যই তো আমার প্রিয় সব সিনেমা রোম্যান্টিক। রোম্যান্টিক মুভিতে অভিনয় করতে আমার ভীষণ ভাল লাগে। আমি প্রকৃত ভালবাসায় বিশ্বাসী। আমাদের বয়স যত বাড়ে ততই ভালবাসার সংজ্ঞাটাও হদলে যায়। প্রেমের গুরুত্ব বুঝতে পারি।  জীবনে যত সামনের দিকে এগিয়ে যাবেন ততই নিজেকে আরও ভাল বুঝতে পারবেন। সেই সঙ্গে অন্যদের ভাবনাকেও।' 

আমির খান বরাবরই স্পষ্ট বক্তা। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ভুলভ্রান্তি নিয়েও কথা বলেন। আমিরের কথায়, 'যখন আমি সময়ের সঙ্গে বেড়ে উঠেছি তখন উপলব্ধি করেছি জীবনে কী কী ভুল হয়েছে। সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে ভালবাসার অর্থ,এমন কাউকে খুঁজে পাওয়া যার সঙ্গে আমার আত্মার যোগ থাকবে, একটা কমফোর্ট জোন খুব সহজেই তৈরি হয়ে যাবে। তখনই মনে হবে যাকে আমি চেয়েছিলাম তাঁকে পাওয়ার লক্ষ্যে আমি পৌঁছে গিয়েছি।'

আজকের প্রজন্মকে প্রেমের পাঠ পড়ালেন আমির। ভালবাসার টিপস দিয়ে গিয়ে বলেন, 'হয়ত মনে হবে মানুষটা একদিন বদলে যাবে। কিন্তু, সেটা সবসময় হয় না। কিন্তু, যখন বিপরীতের মানুষের থেকে লাল সংকেত পেলে তখন সেটা এড়িয়ে যাবেন না। নিজেকে পালটে ফেলার সম্ভবনা খুব কম থাকে।' প্রকৃত ভালবাসা নিয়ে আমিরের মত, 'প্রেম সবসময়ই সেনসেটিভ। পার্টনারের মধ্যে একটা সংবেদনশীল মনোভাব থাকা দরকার। ভালবাসায় পার্টনারের প্রতি কেয়ারিং হওয়াটা খুবই জরুরি। যখন আপনি নিজে প্রেমের গুরুত্ব বুঝে যাবেন তখনই আপনি অন্যের হাত ধরার মনোবল পাবেন।'

aamir khan Bollywood Couple Bollywood Actor Aamir Khan Kiran Rao Separation
Advertisment