/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/aamir-khan-thugs-of-hindostan-look-759.jpg)
পথ নির্দেশ দিচ্ছেন আমির খান।
চারটে মোশন পোস্টারের পর এবার প্রকাশ্যে এল বহু প্রতিক্ষীত আমির খানের লুক। ঠাগস অফ হিন্দোস্তান নিয়ে চর্চা অনেকদিনের। পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য্যর পরিচালনায় আমির খান এই ছবিতে রয়েছেন ফিরাঙ্গির ভূমিকায়। যশ রাজ ফিল্মসের তরফে এদিন রিলিজ করা হল আমির খানের ফার্স্ট লুক।
যশ রাজ ফিল্মসের এই ছবি পিরিয়ড ড্রামা। ঠগীদের দলপতির ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ফতিমা সানা শেখকে দেখা যাবে জাফিরার ভূমিকায়। আর সুরাইয়ার চরিত্রে ক্যাটরিনা কাইফ। ফিলিপ মিড্যোস টেলরের উপন্যাস ‘কনফেশনস অফ আ থাগ’ এবং ‘দ্য কাল্ট অফ দ্য ঠগী’ অবলম্বনেই তৈরি এই ছবির প্লট। ছবিতে আমির খান মুখ্য চরিত্র আমির আলির ভূমিকায় অভিনয় করছেন। দীপাবলীতে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এবং নির্মাতারা বলেছেন, এখনও পর্যন্ত বলিউডের অন্যতম বড় রিলিজগুলির একটি হতে চলেছে 'ঠাগস অফ হিন্দোস্তান'। বড় পর্দায় আগে না দেখা সিনেম্যাটিক অভিজ্ঞতা পেতে চলেছেন দর্শক, এমনটাই দাবী তাঁদের।
You can never be prepared enough for this Thug. Presenting @aamir_khan as #Firangi#ThugsOfHindostan | @SrBachchan | #KatrinaKaif | @fattysanashaikh | #VijayKrishnaAcharya | @TOHTheFilmpic.twitter.com/uf76SuXtZl
— Yash Raj Films (@yrf) September 24, 2018
তবে সব চরিত্রের পোস্টার শেয়ার করলেও নিজেকে ব্রাত্যই রেখেছিলেন মিঃ পারফেকসনিস্ট। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফতিমা সানা শেখ ও আমির খান অভিনীত এই অ্যাডভেঞ্চার ড্রামা নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা প্রবল। এবছর ৮ নভেম্বরেই মুক্তি পাবে ঠাগস অফ হিন্দোস্তান।