Advertisment
Presenting Partner
Desktop GIF

চিন থেকে আমিরের ফ্যানেরা আসছেন ভারতে, সৌজন্যে ঠাগস অফ হিন্দোস্থান

আমির খানের ভক্তরা চিন থেকে উড়ে আসছেন ভারতে। কারণ তারা আমিরের ছলি ঠাগস অফ হিন্দোস্থান দেখবেন এদেশে এসে। যশ রাজের প্রযোজনায় অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখের এই ছবি মুক্তি পাচ্ছে ৮ নভেম্বর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঠাগস অফ হিন্দোস্থান মুক্তি পাচ্ছে ৮ নভেম্বর

আমির খানের ভক্তরা চিন থেকে উড়ে আসছেন ভারতে। কারণ তারা আমিরের ছবি ঠাগস অফ হিন্দোস্থান দেখবেন এদেশে এসে। যশ রাজের প্রযোজনায় অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখ অভিনয় করেছেন এই ছবিতে। ভারতে মুক্তি পাওয়ার বেশ কিছুদিন পর চিনে মুক্তি পায় ভারতীয় ছবি। কিন্তু আমির খানের ফ্যানেদের অতটা অপেক্ষা করার ধৈর্য্য নেই। তাই ভারতে মুক্তির দিনই তারা এদেশে আসছেন ঠাগস অফ হিন্দোস্থান দেখবেন বলে।

Advertisment

সারা বিশ্বে হলেও চিনে আমির খানের ছবির জনপ্রিয়তা ভীষণ। আর চিন ব্যবসার নিরিখে দ্বিতীয় বৃহত্তম সিনেমার মার্কেট। তাঁর আগের তিনটে ছবি রের্কড ব্যবসা করেছেন চিনে। পিকে (২০১৪), দঙ্গল (২০১৬) এবং সিক্রেট সুপারস্টার (২০১৭) ভারতের সবথেকে বেশি আয় করা প্রথম পাঁচটি ছবির তালিকায় রয়েছে।

দঙ্গল চিনে আয় করেছিল ১,৯০৮ কোটি টাকা, সিক্রেট সুপারস্টারের আয়ের অঙ্কটা ছিল ৮৭৪ কোটি টাকা। আমিরের চিনে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি পিকের বক্সঅফিসে ব্যবসা করেছিল ৮৩১ কোটি। তবে আমির মনে করেন দঙ্গল ছবি দিয়েই চিনে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তাঁর।

হিন্দুস্থান টাইমসকে এবছর আমির বলেন, ''চিনে আমার জনপ্রিয়তা অ্যাক্সিডেন্টালি হয়ে গিয়েছে। অনেক মানুষ জাননেই না এটা থ্রি ইডিয়টস থেকে শুরু হয়েছে। পাইরেসির মাধ্যমে আমি তিনে প্রবেশ করেছি। আমার মনে হয় তাদের এডুকেশন সিস্টেমের সঙ্গে ছবিটার মিল পেয়েছেন তারা। এরপরই আমার কাজ দেখতে শুরু করেন। পিকে, এমনকি টেলিভিশন শো সত্যমেব জয়তেও দেখেছেন তারা''।

এই মাসের শুরুতে, চিনের স্টেট কাউন্সিল ঘোষণা করে চায়না কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ ভাইস হেড ওয়াং সিয়াওহুইয়ের সঙ্গে বৈঠক করবেন আমির খান। তিনি সেখানে তাঁর ছবি বানানোর পদ্ধতি নিয়ে কথা বলতে চান।

Read full story in English

amitabh bachchan Thugs of Hindostan aamir khan
Advertisment