হঠাৎ কী এমন ঘটল, যার জন্যে বাইরের দুনিয়ার সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখছেন আমির খান? আসলে বছর তিনেক আগে ২০১৮ সালে ‘ঠাগস অফ হিন্দুস্তান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ২২০ কোটি বাজেটের ছবির থেকে লক্ষ্মীলাভ তো হয়ইনি, বরং মুক্তির পর থেকেই বেজায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল আমির খানকে। অতঃপর অভিনেতাকে ট্রোলও করতে পিছপা হয়নি নেটিজেনদের একাংশ। কাজেই এবার ‘লাল সিং চড্ডা’র কাজ নিয়ে বেশ সিরিয়াস আমির। যতদিন প্রি-প্রোডাকশনের কাজ চলবে, ততদিন পরিবার ছাড়া আর কেউ তাঁর টিকিটি পাবেন না, বলেই জানিয়েছেন অভিনেতা। যাতে ছবির কাজে কোনওরকম ব্যঘাত না ঘটে, পুরো ফোকাস সেদিকেই থাকে, তার জন্যেই মিস্টার পারফেকশনিস্টের এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
চলতি কাজ থেকে বিরতি নিয়ে আপাতত জয়পুরে বন্ধু আমিন হাজির একটি ছবির শুটিংয়ে যাবেন আমির। সেখানে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে তাঁকে। ফিরে এসে আবার ‘লাল সিংহ চড্ডা’ কাজে যোগ দেবেন তিনি। ‘লাল সিং চড্ডা’ মুক্তি না পাওয়া অবধি আমিরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চালাবে তাঁরই টিম।
আসলে আমিরের মনে হয়, সারাদিনে ওঁর অনেকটা সময় ফোনেই কেটে যায়। এই নেশা ওঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনেও প্রভাব ফেলছে। তাই কিছু দিন নিজেকে এসব থেকে দূরে সরিয়ে রেখে পুরনো সময়ের মতো জীবনযাপন করতে চাইছেন তিনি। নিজের কাজে মন দেবেন। আর যখন কাজ করবেন না, সেই সময়টা শুধুমাত্র পরিবারের সঙ্গে কাটাবেন, সংবাদমাধ্যমের কাছে আমির ঘনিষ্ঠ এক ব্যক্তি এমনটাই জানিয়েছেন।