Actress Tragic Life: ৩১ - এই না ফেরার দেশে, ব্যক্তিগত জীবনে একাধিক আঘাত, শরীরকে মেদহীন করতে গিয়েই মর্মান্তিক মৃত্যু হয় অভিনেত্রীর...

Actress Tragic Life: এই অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, সুনীল শেট্টির হাত ধরে। অসম্ভব ভাল নাচতেন তিনি। তাঁকে সুনীল শেট্টি যোগ দিতে বলেছিলেন অভিনয় দুনিয়ায়।

Actress Tragic Life: এই অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, সুনীল শেট্টির হাত ধরে। অসম্ভব ভাল নাচতেন তিনি। তাঁকে সুনীল শেট্টি যোগ দিতে বলেছিলেন অভিনয় দুনিয়ায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aarti Agarwal died at the age of 31 due to fitness has a tragic life

এভাবেই চলে গেলেন অভিনেত্রী...

Actress Tragic Life:  কিছুদিন আগেই শেফালি জারিওয়ালার মৃত্যু হয়েছে। অভিনেত্রীর মৃত্যু ঘিরে নানা খবর সামনে আসছে। শুধু তাই নয়, তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দুই বাক্স ওষুধ। এবং, জানা যাচ্ছিল তিনি নাকি অত্যন্ত বেশি পরিমাণে উপোস করতেন। তাঁর সঙ্গে সঙ্গে নানা ট্রিটমেন্টের মধ্যেও তিনি দিন যাপন করতেন। কিন্তু, এর আগেও আরেক অভিনেত্রী ছিলেন, যিনি ৩১ বছর বয়সেই ওজন কমানোর অপারেশন করতে গিয়েই, পাড়ি দিয়েছিলেন না ফেরার দেশে।

Advertisment

এই অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, সুনীল শেট্টির হাত ধরে। অসম্ভব ভাল নাচতেন তিনি। তাঁকে সুনীল শেট্টি যোগ দিতে বলেছিলেন অভিনয় দুনিয়ায়। তবে, সেই জগৎ তাঁর জন্য অনেক দুঃখ এবং হতাশা নিয়ে এসেছিল। কারণ, তাঁর শুরুটা হয়েছিল দারুণ। দক্ষিণের নানা ছবিতে তাঁকে দেখা গিয়েছিল বড় বড় সুপারস্টারদের সঙ্গে। প্রভাষ থেকে নাগার্জুন, বাদ পড়েননি কেউই। কিন্তু, ব্যক্তিগত জীবনে তিনি একেবারেই সুখী ছিলেন না। বারংবার ভালবাসায় আঘাত পেয়েছিলেন তিনি। প্রসঙ্গে দক্ষিণের সুপারস্টার আরতি আগরওয়াল।

Shefali Jariwala Death: ২৩ বছর আগেই মেরে ফেলেছিলেন ভাই! শেফালি নিজ…

জন্ম হয়েছিল নিউ জার্সিতে। ২০০১ সালে তিনি শুরু করেছিলেন সিন ইন্ডাস্ট্রিতে পথ চলা। তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বুকে সহজেই বড় নাম হয়ে উঠেছিলেন। তবে শোনা যায়, মনের আঘাতে ভেঙে পড়েছিলেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ২০০৫ সালে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কারণ অবশ্যই সম্পর্কে আঘাত। সহ অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো করতে বাধ্য করেছিল। কিন্তু বিপদ যেন তার পিছু ছাড়তো না। ২০০৬ সালে আরতি, নিজের বাড়িতেই এক ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হন। যেখানে মাথায় প্রচন্ড আঘাত পাওয়াতে তাকে ভেন্টিলেটর দিতে হয়েছিল। ২০০৭ সালে তিনি এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে বিয়ে করেন। কিন্তু ২০০৯ সালে তার সঙ্গেও তার বিচ্ছেদ হয়। অভিনেত্রীদের, রঙিন দুনিয়ার আড়ালে যে অন্ধকার থাকে, সে সম্পর্কে অনেকেই খোঁজ নেন না। আরতির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল।

Advertisment

Aarti Agarwal Unseen Pictures Photos - FilmiBeat

বিচ্ছেদের পর, আরতির ক্যারিয়ারে অপরচুনিটি কমতে থাকে। বেশ কিছু সময় তিনি সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন। যখন ফিরলেন অনেকেই তাকে কাজে নিচ্ছিলেন না। সুযোগ পাচ্ছিলেন না একেবারে। তার ওজন এত অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছিল, লিপোসেকশন সার্জারি করাতে হয়। কী এই সার্জারি? অতিরিক্ত মেদ কমানোর জন্য এই অপারেশন করা হয়। কিন্তু কপাল খারাপ হলে যা হয়। তার এই অপারেশন একেবারেই সাকসেসফুল হয়নি। তাই ঠিক অপারেশনের ৬ সপ্তাহ পর তিনি হার্ট অ্যাটাকে মারা যান। তখন তার বয়স মাত্র ৩১। রিপোর্ট বলে অপারেশনের পরপর তা প্রচন্ড শ্বাসকষ্ট হতো। তারপরেই তার মৃত্যু হয়।

entertainment Entertainment News bollywood actress