ইউভান খাচ্ছে না, ঘুমাচ্ছে না... সাহায্য চাইতেই শেষে শাশ্বত চট্টোপাধ্যায় এর কাছে গেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? কেন? রাজের কাছে সমস্যার সমাধান নেই?
Advertisment
ছেলে ইউভানের কাণ্ডে মা শুভশ্রী নাজেহাল। ছেলে না খাচ্ছে, না ঘুমাচ্ছে। খালি নাকি বাঁদরের মত লাফাচ্ছে। এই সমস্যা নিয়েই শুভশ্রী দ্বারস্থ হলেন শ্বাশ্বত চট্টোপাধ্যায় অর্থাৎ অনিমেষ দত্তর। তাঁর কাছে গিয়ে সোজা বললেন, আমার ছেলে খালি বাঁদরের মত লাফায়, না খায় না ঘুমায়... কী করি বলুন তো? সোজা একটাই জবাব দিলেন তিনি...
ঠিক যেমন সমাধান অনিমেষ দত্ত দিতে পারেন আর কি! বললেন, একটু ক্যালান তো দেখি। কথা শুনেই বোমকে গেলেন শুভশ্রী! "বাচ্চাকে মারব"? হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন তিনি। তারপরই আসল কথা বললেন অনিমেষ দত্ত। বাচ্চাকে নয়, তাহলে? তাঁর কথায়... "আহা! বাচ্চাকে কেন মারবেন, বাবাকে দিন ঘা কতক! সাইডে নিয়ে এসে কয়েক ঘা দিন দেখবেন ঠিক হয়ে যাবে।" একথা শুনে, শুভশ্রীর আনন্দের কুল কিনারা নেই। রাজকে দু ঘা দেওয়ার কথা শুনতেই মনে সে কি আনন্দ।
যদিও, ঘটনাটা ঘটেছে কেবলমাত্র 'আবার প্রলয়ে'র প্রমোশনের খাতিরে। এই সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায় অনিমেষ দত্তর ভূমিকায়। তিনি যত বড়ই ক্রাইম অফিসার হন না কেন, বউয়ের ভয়ে প্রাণ যায় যায়। হোম মিনিস্টারকে খুশ রাখতে সবকিছুই করেন। সিরিজে, সেও তাঁর বউয়ের কাছে যেভাবে সাইজ হন, সেই পরামর্শই দিলেন শুভশ্রীকে।