Advertisment

Abhijeet Bhattacharya: পুরো গালে লিপস্টিক-এমনভাবে চুমু খেয়েছিল...'উদিতের চুমুকাণ্ডে অতীতের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ অভিজিৎ-এর

Abhijeet On Udit Narayan: উদিত নারায়নের চুমুকাণ্ড নিয়ে চর্চার শেষ নেই। এই ঘটনয় মহিলা ভক্তদেরই দুষলেন গায়ক অভিজিৎ। সেই সঙ্গে অতীতে নিজর ভয়ংকর অভিজ্ঞতার গল্পও বললেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
উদিতের চুমুকাণ্ডে অতীতের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ অভিজিৎ-এর

উদিতের চুমুকাণ্ডে অতীতের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ অভিজিৎ-এর

Abhijeet On kiss Controversy: লাইভ কনসার্টে মহিলা ভক্তের ঠোঁটে ঠঁট ছোঁয়াতেই বিতর্কে জড়িয়েছেন নয়ের দশকের রোম্যান্টিক গায়ক উদিত নারায়ন। 'টিপ টিপ বরসা পানি'-তে উপস্থিত দর্শক নয়ের দশকের নস্ট্যালজিয়ায় গা ভাসিয়েছিলেন। সেই সময় মঞ্চের উপরেই হাঁটু মুড়ে বসে এক মহিলা ভক্তের সেলফির আবাদর মেটান। তিনি যখন প্রিয় গায়ককে চুমু খান,তখন পালটা মহিলা অনুরাগীর ঠোঁটে জাপটে চুম্বন উদিত নারায়নের।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কটাক্ষ ধেয়ে আসে এই বর্ষীয়ান গায়কের দিক। চর্চার মাঝে উদিতের সাফ জবাব, এই ঘটনায় তিনি বিন্দুমাত্র বিচলিত নন। ভক্তকে খুশি করতে এটি নিছক একটি ঘটনা। এটি নিয়ে অযাতিত চর্চা করা বৃথা। এবার উদিত নারায়নের পাশে দাঁড়ালেন তাঁর সমসাময়িক সহকর্মী-বন্ধু-গায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

তিনি এই চুমুকাণ্ডে উদিতের কোনও দোষ দেখছেন না। মহিলা ভক্তই সব নষ্টের মূল! ৬৬ বছর বয়সী শিল্পী অভিজিৎ গঙ্গোপাধ্যায়  News18 Showsha-কে এই প্রসঙ্গে বলেন, 'উদিত একজন সুপারস্টার গায়ক। আর এই যে ঘটনাগুলো ঘটছে সেটা আমাদের সঙ্গে প্রায়ই ঘটে থাকে। আমরা যদি নিজেদের চারপাশে দেহরক্ষী না রাখি তাহলে তো আমাদের জামাকাপড়ও ছিঁড়ে ফেলে।'

তিনি আরও বলেন, 'উনি উদিত নারায়ন! মেয়েরা ওঁর  পিছনে ছোটে। ও তো কাউকে জোর করে টেনে কাছে নিয়ে আসেনি। আমি নিশ্চিত উদিত যখনই পারফর্ম করে ওঁর স্ত্রীও পারফর্ম করেন। ওকে ওঁর মতো আনন্দ করতে দিন! ও রোম্যন্টিক শিল্পী।' উদিতের মতো অভিজ্ঞতা রয়েছে অভিজিৎ-এর। দক্ষিণ আফ্রিকায় শো করতে গিয়ে মহিলা ভক্ত তাঁকেও ঠিক এভাবেই চুমু খেয়েছিলেন।

Advertisment

তাও আবার কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত লতা মঙ্গেস্করের সামনেই। অতীতের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অভিজিৎ বলেন, 'অতীতে আমার সঙ্গেও এইরকম ঘটনা ঘটেছে। আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। দক্ষিণ আফ্রিকার কনসার্টে তিন-চারজন মহিলা ভক্ত এমন চুমু খেয়েছিল যে আমার আর মঞ্চে ওঠর ক্ষমতা ছিল না। আর এই পুরো ঘটনাটা ঘটেছিল লতা মঙ্গস্করের সামনেই। পুরো গালে লিপস্টিকের দাগ ভর্তি হয়ে গিয়েছিল।'

bollywood movie Bollywood News Bollywood Song Abhijeet Bhattacharya udit narayan
Advertisment