"অক্সিজেন নেই। ওষুধ নেই। নেই হাসপাতালে কোনও বেড। ওদিকে নেতারা ব্যস্ত প্রচারে। ওদের পয়সা নষ্ট করো না! ভোটটা না দিয়ে মরে যেও না…" গানের মাধ্যমে এভাবেই বাংলার ভোট-রাজনীতিকে বিঁধলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। একুশের মসনদ দখলের লড়াইয়ে সবুজ-গেরুয়া দুই শিবিরই মরিয়া। অতঃপর অতিমারীর বাড়বাড়ন্তে সাধারণ মানুষের প্রাণ জেরবার হলেও তাতে থেমে থাকেনি নির্বাচন প্রক্রিয়া। আর সেই প্রেক্ষিতেই মুম্বইয়ে থেকেও বাংলার কোভিড পরিস্থিতি নিয়ে অভিজিতের কপালে ভাঁজ। এমতাবস্থায় প্রশ্ন তুলেছেন, কী যে হবে বাংলার?
ভোটের (West Bengal Assembly Election 2021) রঙ্গমঞ্চে করোনা (Covid-19) কোন ছাড়! মাস্ক পরার বালাই নেই। কোভিড সুরক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখিয়েই রমরমিয়ে চলছে ভোটের প্রচার। নির্বাচন কমিশনের কোপে অবশ্য তাতে বর্তমানে কাটছাঁট হয়েছে। তবে তাতেও থেমে থাকেনি নির্বাচনী প্রক্রিয়া। ওদিকে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ আন্তর্জাতিক বেড়াজাল টপকে ভারতে তথা রাজ্যেও প্রবেশ করেছে। নিত্যদিন হু-হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও ভাঁজ ফেলেছে স্বাস্থ্যবিদদের কপালে। রাজ্যে করোনা সংক্রমণের এমন চরম পরিস্থিতির মাঝেই ভোট-রাজনীতি নিয়ে কটুক্তি শোনা গেল গায়ক অভিজিৎ।
মাস্কহীন নেতাদের দাপাদাপির মাঝে বাংলার মানুষদের সচেতন করতে তিনি গেয়ে উঠলেন, "অক্সিজেন নেই, মেডিসিনও নেই, হসপিটালে কোনও বেড নেই, নেতারা ব্যস্ত প্রচারে, ওদের পয়সা নষ্ট কোরো না…" রাজনৈতিক দলগুলির নির্বাচনী দাপটকে কটাক্ষ করে অভিজিতের লিরিকস- "ভোট না দিয়ে মরো না, ভোট দেবার পরে মরো না।" অর্থাৎ, একদিকে যখন অক্সিজেন সিলিন্ডার, ভ্যাকসিনের অভাবে ধুকছে দেশের স্বাস্থ্য পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে প্রায় নাজেহাল হতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। প্রাণ ওষ্ঠাগত করোনায় আক্রান্তদের পরিবারগুলিরও। অক্সিজেনের (Oxygen) অভাবে ছুটে বেড়াচ্ছেন করোনা রোগীর আত্মীয়রা। তখনও নেতাদের ভ্রুক্ষেপ নেই! মানুষের প্রাণ বাঁচানোর তুলনায় ভোটপ্রক্রিয়া নিয়েই ব্যস্ত তাঁরা। সেই প্রেক্ষিতেই বাংলার মানুষদের নিয়ে চিন্তায় পড়েছেন অভিজিৎ। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির এমন আদিখ্যেতাকেই কটাক্ষ করেছেন গায়ক।