Advertisment
Presenting Partner
Desktop GIF

Abhijeet-Ranbir: 'যে গো মাংস খায় সেই আবার রাম মন্দির উদ্বোধনে...,' অভিজিতের নিশানায় রণবীর

Abhijeet Bhattacharya: রণবীরকে তুলোধনা গায়ক অভিজিৎ ভট্টাচার্যের। যে মানুষ গো মাংস খায় তাঁর রাম মন্দিরে যাওয়ার অধিকার নেই, এটাই বলতে চেয়েছেন সংগীত শিল্পী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
অভিজিতের নিসানায় রণবীর

অভিজিতের নিশানায় রণবীর

Abhijeet On Ranbir: ইন্ডাস্ট্রির সহকর্মীদের নিয়ে প্রায়ই বেফাঁস মন্তব্য করছেন বিশিষ্ট সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। শাহরুখ-সলমানকেও কটাক্ষের বানে বিদ্ধ করেছেন অভিজিৎ। এবার গায়কের নিশানায় রণবীর কাপুর। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে রণবীর কাপুরের আমন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ। তাঁর মতে, যে ব্যক্তি গো মাংস খায় সে রামমন্দির উদ্বোধনে নিমন্ত্রিত!

Advertisment

অভিজিতের এই বক্তব্য ঘিরে একেবারে হইচই। বলিউড ঠিকানা-কে দেওয়াএক সাক্ষাৎকারে রণবীরকে নিয়ে এই প্রশ্ন তুলেছেন অভিজিৎ। সুর চড়িয়ে বলেছেন, 'যখন রামমন্দির উদ্বোধন হল তখন তো সেখানে এমন একজন মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল যিনি গো মাংস খান। এদিকে গোমাতাকে দেবীরূপে পূজো করা হয়।'

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে নিমন্ত্রিত ছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ থেকে ক্যাটরিনা কইফ, ভিকি কৌশল, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা। প্রসঙ্গত, ২০২২-এ ব্রহ্মাস্ত্রের প্রচারের সময় ২০১১ সালে রণবীরের গো মাংস খাওয়া নিয়ে জোরদার চর্চা হয়।

প্রসঙ্গত, গোমাংস খাওয়া প্রসঙ্গে ২০১১ সালে প্রথমবার চর্চায় আসেন রণবীর কাপুর। সেই সময় এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, গোমাংস তাঁর ভাল লাগে । ২০২২ সালে ব্রহ্মাস্ত্র ছবির প্রচারের সময় সেই সাক্ষাৎকার ফের নজরে এলে তাজ্জব বনে যায় সকলে। 

Advertisment

এমনকী বজরং দল প্রতিবাদও জানায়। রণবীর-আলিয়াকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ঢুকতে বাঁধা দেওয়া হয়। 'বেশরম' ছবির গান দিল কা জো হাল হ্যায় গানটি নিয়েও খোঁচা দেন অভিজিৎ। ২০১৩-তে মুক্তি পেয়েছিল রণবীরের বেশরম।

প্রায় বছর দশেক আগে মুক্তিপ্রাপ্ত ছবির গান নিয়ে বলেন, 'ভগবানকে ধন্যবাদ। ভাগ্যিস আমি সেই সময়ের গায়ক ছিলাম না। সুপার ফ্লপ একটি ছবিতে দিল কা জো হাল হ্যায় গানটি গেয়েছিলাম। গানটি একদমই হিট করেনি। এটা কোন ছবির গান অনেকেই জানেন না'।

অভিজিৎ যোগ করেন, 'আপনি যখন একটি গান শোনেন তখন আপনাকে জানতে হবে কে গানটি গেয়েছেন। কোনও ফ্লপ গানও যদি কেউ কখনও শোনে তখনও জানতে হবে কে গানটি গেয়েছেন। তখন কিন্তু গায়কের সঙ্গে সিনেমার নাম বা নায়কের নাম যুক্ত হয় না। সেটা মিউজিক কোম্পানির দায়িত্ব হয়ে যায়।'

bollywood movie Abhijeet Bhattacharya Ranbir-Alia Bollywood Song Bollywood Couple Bollywood Actor ranbir kapoor bollywood Bollywood News
Advertisment