/indian-express-bangla/media/media_files/2025/06/22/abhijit-gangapadhyay-hospitalized-rudranil-and-chandan-sen-gave-updates-2025-06-22-16-12-45.png)
কী জানা যাচ্ছে তাঁকে নিয়ে...?
Abhijit Gangopadhyay hospitalized: অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ। তাঁকে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং প্যানক্রিয়াস এর প্রায় ৭০% ক্ষতিগ্রস্থ হয়েছে বলেই জানিয়েছিলেন রুদ্রনীল। তিনি এমনও বলেছিলেন, মিস করছেন অভিজিৎ বাবুকে। এমন একজন মানুষ, যিনি রাজনীতিবিদের আগে প্রাক্তন বিচারপতি। তিনি লড়াই করেছিলেন সেইসব সাধারণ মানুষের জন্য। তাই তাঁকে পশ্চিমবঙ্গের মানুষ অন্যরকমভাবে চেনেন। এবং একটু খেয়াল করলে দেখা যাবে, তাঁর বিচারের অপেক্ষায় বসে থাকতেন অনেকেই।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন থাকেলও, আজ যখন তিনি অসুস্থ, তখন তাঁকে নিয়ে তারকাদের এক চন্দন সেন নিজের কী বলছেন? চন্দন বলছেন... “পৃথিবীতে দু তিনটে মানুষ ব্যতীত কারওর শরীর খারাপ হলেই মানুষের খারাপ লাগে। আমাদের তাতে দুঃখই হয়। আর অভিজিৎ বাবুকে অনেক মানুষের সাহায্য করতেই দেখা গিয়েছে। তাই তাঁর সুস্থতা কামনা করা সম্ভব। বলা উচিত, অভিজিৎ বাবু এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যার জন্য তিনি জনপ্রিয়। অনেকে তাঁকে ঈশ্বরের চোখেও দেখেন। তাঁর আরোগ্য কামনা করাই কিন্তু আমাদের কাম্য।”
Sayantika Banerjee: চলে গেল সিরাজ, প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল…
অভিনেতা আরও বলেন, যখন কোনও রাজনীতিবিদকে নিয়ে ঘটনা ঘটে তখন সেটাকে অনেকেই উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে দেন। তবে, আমি এটুকুই বলব যেন অভিজিৎ বাবু সুস্থ হয়ে ওঠেন। এদিকে, তাঁর শরীরের বর্তমান আপডেট নিতেই অভিনেতা রুদ্রনীল ঘোষকে ফোন করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি কী বলছেন? রুদ্র জানিয়েছিলেন, তাঁরা দিল্লি যাওয়ার কথা। অভিজিৎ বাবুর পরিবারের সঙ্গে কথা হয়েছে তাঁর। রুদ্র আরও বলছেন...
"আগের থেকে অনেকটা ভাল আছেন তিনি। যদিও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবার জানিয়েছেন যে তাঁকে আরও কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হবে। এরপর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, যে তাঁকে জেনারেল বেডে দেওয়া হবে কিনা। দেখা যাক, তাড়াতাড়িই সুস্থ হয়ে যাবেন।" তাঁর সঙ্গে তিনি এও জানান, যে আর দুদিন মত এখানে কাজ আছে তাঁর। তারপর হয়তো দেখতে যেতে পারেন অভিজিত বাবুকে।