Advertisment

Abhishek-Aishwarya: ডিভোর্স গুঞ্জনই কি তবে সত্যি? বিবাহবার্ষিকীর দিনই চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন অভিষেক..

Abhishek Bacchan: আলাদা হচ্ছেন তারা? ঐশ্বর্যকে উদ্দেশ্যে করে বচ্চন লিখছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
abhishek bachchan, abhishek bachchan news, aishwarya rai bachchan, aishwarya abhishek, aishwarya abhishek divorce, abhishek bachchan news, abhishek bachchan update, অভিষেক বচ্চন, অভিষেক বচ্চন ঐশ্বর্য রাই

Aish-Abhi: তাহলে কি গুঞ্জন সত্যি?

Abhishek - Aishwarya: বহুদিন ধরে একটাই প্রসঙ্গ, সাজানো সংসার নাকি ধুলোয় মিশে যাচ্ছে। অভিনেতা অভিষেক বচ্চন ( Abhishek Bachchan ) ও ঐশ্বর্য রাই ( Aishwarya Rai Bachchan )- দুজনের বিচ্ছেদ নিয়ে নানা ঘটনা, নানা আলোচনা। এমনকি এও শোনা যাচ্ছে যে ঐশ্বর্য মেয়েকে নিয়ে নাকি বেরিয়ে গিয়েছেন বাড়ি থেকে।

Advertisment

কানাঘুষো খবর ছিল এমনই যে জয়া এবং শ্বেতার জন্যই সংসারে টিকতে পারছেন না ঐশ্বর্য। তাই, এতবছর পর তারা নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি, মেয়ে আরাধ্যা নাকি বাবার থেকে দূরে সরে গিয়েছেন। দাদু, অমিতাভের সঙ্গেও তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা যেত না। অনেকেই প্রশ্ন করতেন এই নিয়ে।

আম্বানি পরিবারের অনুষ্ঠানেও সপরিবারে তাঁদের দেখা যায়নি। ঐশ্বর্য এবং অভিষেকের আলাদা থাকার বিষয়ে জয়াকে দোষ দিচ্ছিলেন অনেকেই। তিনি খারাপ, সকলের সঙ্গে খারাপ আচরণ করেন এই নিয়েও প্রশ্ন উঠছিল। তবে, এবার সব সমস্যার সমাধান। এত আলোচনা এবং বিতর্কেও কেন চুপ করেছিলেন অভিষেক? এবার উত্তর দিয়েছেন তিনি...

কিছু না! এত কথার উত্তর শুধু একটি ছবি দিয়ে জানিয়ে দিলেন তিনি। বিবাহবার্ষিকীতে তিনজনে মিলে, একসঙ্গে একটি ছবি তুললেন। মেয়েকে মাঝে নিয়ে ঐশ্বর্য এবং অভিষেক। এমনকি, ছবির ক্যাপশনে বেশি কথাও বললেন না। শুধু একটি ভালবাসার ইমজী দিলেন। আর তাতেই সন্তুষ্ট ভক্তরা। বেশ আনন্দিত সকলে।

কেউ লিখছেন, এটা দরকার ছিল। আবার কেউ বললেন, যাক! ডিভোর্সের গুজব তাহলে ঘুচল। আবার কারওর কথায়,  এত সুন্দর সম্পর্ক, নষ্ট হলে হয়। এদিকে, তারকা বন্ধুরাও বেশ খুশি। ভালবাসা জানালেন ববি দেওল থেকে রিতেশ দেশমুখ, সোনু সুদ সকলেই।

tollywood Aishwarya Rai Bachchan bollywood Abhishek Bachchan Entertainment News
Advertisment