scorecardresearch

ঐশ্বর্যকে কাজ করতে দিন…’, প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন অভিষেক!

উত্তরে অভিষেক যা বললেন…

abhishek bachchan, aishwarya bachchan, abhishek-aishwarya
ঐশ্বর্য-অভিষেক

‘PS-২’ এর সাফল্য নজরে আসার মত। মণি রত্নমের এই ছবি সাড়া জাগিয়েছে গোটা ভারতে। ছবির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঐশ্বর্য রাই অনবদ্য। তাই তো, বউয়ের প্রশংসা করতে খামতি রাখলেন না অভিষেক। সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন তিনি।

বিস্বসুন্দরীর বর হওয়া মুখের কথা নয়। সহজ ভাষায় ঐশ্বর্য বিউটি উইথ ব্রেন। দীর্ঘদিন বলিউডে কাজ করেছেন শুধু নয়, দিয়েছেন একের পর এক হিট। পিএস -২ ছবিতে ঐশ্বর্যর অভিনয় দেখে মুগ্ধ অভিষেক। বউয়ের প্রশংসা করেই লিখলেন…

“পিএস-২ দেখলাম। ফাটাফাটি ছাড়া আর কিছুই বলতে পারছি না। অসাধারণ, ভাষা নেই আমার। গোটা টিমের কাজ অসাধারণ। ঐশ্বর্য তো অনবদ্য। ওর জীবনের সেরা কাজের মধ্যে একটা। গর্বিত আমি তোমায় নিয়ে”। তাঁর এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়েই এক ভক্ত মন্তব্য করেন, আপনার ওকে নিয়ে গর্বই করা উচিত, “এবার আরাধ্যাকে সামলান আপনি, আর ওকে কাজ/সাইন করতে দিন”।

একথা শুনেই আবার পুরনো আমেজে ফিরলেন অভিষেক। তিনি এবং তাঁর টুইট দেখে মজাই পান ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভালই পাল্টা উত্তর দেন জুনিয়র বচ্চন। এবারও একই কাজ করলেন তিনি। ঐশ্বর্যকে কাজ করতে দেওয়ার তিনি কে? সোজা লিখলেন, “সাইন করতে দেব মানে? ওর আমার অনুমতির দরকার হয় না আর বিশেষ করে যে কাজটা ও করতে ভালবাসে সেক্ষেত্রে একদমই না।”

বিয়ের পর প্রায় বেশকিছুদিন ঐশ্বর্য সিনেমার দুনিয়ায় থাকলেও, মেয়ে আরাধ্যা হওয়ার পর থেকেই বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। মেয়েকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলেন একাই। দাসভি ছবির প্রোমোশন করতে গিয়েই অভিষেক বলেছিলেন, ঐশ্বর্য নাকি এমনও বলেছিলেন, মেয়ের দায়িত্ব আমার। তুমি কাজ করো।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Abhishek bacchan gave reply to a fan who said let aishwarya work