/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/abhishek.jpg)
আজও বাবার কথায়...
অভিষেক বচ্চন ইন্ডাস্ট্রিতে পরিচয় পেয়েছেন বাবা অমিতাভের জন্য! অন্তত শেষ কিছু সিনেমার কারণে এতবছরের সেই বক্তব্য যে সম্পূর্ন ভুল সেটি বুঝিয়ে দিয়েছেন তিনি। কিন্তু, আজও বাবাকে চূড়ান্ত ভয় পান তিনি।
সম্প্রতি, ঘুমর ছবির কারণেই চর্চায় রয়েছেন তিনি। শুধু তাই নয়, ছবির চুটিয়ে প্রমোশন করছেন। সেই সময়ই একটি সাক্ষাৎকারে জানান, বাবা অমিতাভকে এখনও কতটা ভয় পান তিনি। শুধু তাই নয়, বাবা একবার না করেছিলেন একটা কাজ করতে। সেই নির্দেশের অবমাননা করতেই যা হয়েছিল! অভিষেক বলেন...
আরও পড়ুন - সকাল থেকে উপোস, কার সঙ্গে দেখা করতে গেলেন মধুমিতা?
আমার বাবা একদম বাইক চালানো পছন্দ করেন না। উনি আমায় বাইক চালাতেও দিতেন না। এমনকি আমায় শিখতেও দেন নি। তারপর, যখন ধুম ছবিতে সাইন করলাম। আদিত্য চোপড়া বলেছিল বাইক ছাড়া হবেই না এই ছবি। আমি আর উদয় চোপড়া জানতাম না যে কিভাবে বাইক চালাতে হয়। তখন জন আমাদের দুজনকে ট্রেনিং দিত। ও তো নিদারুণ বাইক চালায়। ব্যাস! যেই মুহুর্তে আমার বাবার কানে খবর গেল, উনি আর...
জন আব্রহমাকে মাশুল গুনতে হয় অভিষেকের জন্য। অমিতাভ জানা মাত্রই জন আব্রাহামকে ডেকে যা নয় তাই বলেন। তুমি কেন ওকে শেখাচ্ছ? এগুলোর কী দরকার? যদিও, তাতে কিছুই লাভের লাভ হয়নি। বরং অভিষেক তারপর বাইক চালানো শিখেই ফেলেন।