/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/ab2.jpg)
সেদিন বিয়েবাড়ির অন্দরের ছবি ফাঁস!
বলিউড জুড়ে এখন কী চলছে? আম্বানিদের বিয়ে ছাড়া কিছুই না। নানা দিন নানা অনুষ্ঠান! একের পর এক অনুষ্ঠান লেগেই আছে। গতকাল তো তারকাদের পাশাপাশি এসেছিলেন খোদ নরেন্দ্র মোদি নিজেও। নতুন দম্পতিকে তিনি আশীর্বাদ করেন।
কিন্তু এসবের মাঝে আসল আলোচনার বস্তু এটাই, অভিষেক এবং ঐশ্বর্যর মধ্যে কি দেখা হল? দুজনের সম্পর্ক কোনদিকে এগোচ্ছে, সেটা নিয়েই শুরু হয়েছে সমালোচনা। দুজনে আলাদা আলাদা এলেন বিয়েবাড়িতে। একদিকে অভিষেককে যখন কটাক্ষ করতে ব্যস্ত নেটদুনিয়া, যে তিনি স্ত্রী এবং সন্তানকে ছেড়ে কেন পরিবারের সঙ্গে এলেন, তখন বিয়েবাড়ির অন্দরে তো অন্য গল্প!
অভিনেত্রী দু দিনই মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন। তারপরই শুরু হয়েছে কলেশ। জয়া এবং শ্বেতা বচ্চনকে যা নয় তাই বলে কটাক্ষ করছেন নেটপাড়া। কিন্তু আম্বানি বিয়ে বাড়ির ভেতরে ঐশ্বর্য তো দিব্যি গল্প করছেন অভিষেকের সঙ্গে। তাহলে?
এমনকি, মেয়েও তো বাবার সঙ্গে বসে কথা বলছেন। দুজনের মধ্যে কোনও বিভেদ নেই। মা ঐশ্বর্য এবং বাবা অভিষেকের পাশে বসেই আম্বানিদের বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল। তাঁদের সঙ্গী হৃতিক রোশন। একদিকে যেমন মায়ের সঙ্গে তাঁকে বিয়েবাড়িতে এন্ট্রি নিতে দেখা গেল, তেমনই বাবার সঙ্গে বসে খোশগল্প করতেও দেখা গেল।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/abhi.jpg)
এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, প্রশ্ন উঠছে যখন ঐশ্বর্য এবং অভিষেক একসঙ্গে কথা বলছেন, সেখানে বাকি বচ্চন পরিবারের কেউ নেই কেন? তাহলে কি তারা এড়িয়ে চলছেন ছেলের বউকে? যদিও, এই নিয়ে আলোচনার শেষ নেই।
উল্লেখ্য, গতকাল তাঁদের শুভ আশীর্বাদ উপলক্ষে উপস্থিত ছিলেন অনেকেই। তাঁর মধ্যে নজর কাড়লেন নরেন্দ্র মোদী ছাড়াও কার্দাশিয়ান গার্লস।