Abhishek - Aishwarya divorce: 'আমি আবার কবে বিয়ে করছি ...?' ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে সরব অভিষেক, মুখ খুললেন নিম্রতও...

Abhishek Bachchan and Aishwarya Rai divorce: বচ্চন পরিবার ভাল কাউকে ডিজার্ভ করে না, এমনও অভিযোগ উঠছে। তাঁর সঙ্গে সঙ্গেই এমনও অভিযোগ উঠছে, যে তাঁর সহ অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

Abhishek Bachchan and Aishwarya Rai divorce: বচ্চন পরিবার ভাল কাউকে ডিজার্ভ করে না, এমনও অভিযোগ উঠছে। তাঁর সঙ্গে সঙ্গেই এমনও অভিযোগ উঠছে, যে তাঁর সহ অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
aishwarya abhishek divorce

Abhishek-Aishwarya: দ্বিতীয় বিয়ে করছেন অভিষেক?

শ্বর্য অভিষেকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন সর্বত্র। অভিনেত্রী যে, জলসা ছেড়ে এখন নিজের বাপের বাড়িতে থাকেন, একথা অনেকেরই জানা। বিশেষ করে, শেষ কিছু অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে, মেয়েকে নিয়ে একা উদযাপন করতে।

Advertisment

অভিষেক বচ্চন এবং তাঁর পরিবারকে যদিও এই নিয়ে কম কথা শুনতে হচ্ছে না। বচ্চন পরিবার ভাল কাউকে ডিজার্ভ করে না, এমনও অভিযোগ উঠছে। তাঁর সঙ্গে সঙ্গেই এমনও অভিযোগ উঠছে, যে তাঁর সহ অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

এই নিয়েই মুখ খুলেছেন নিম্রত। অভিনেত্রী, এহেন আলোচনার কেন অংশ, সেই নিয়েই স্তম্ভিত। কেন, তাঁকে সংসার ভাঙার জন্য দায়ী করা হচ্ছে এই নিয়েই অভিনেত্রী অবশেষে জানান, আমি যাই বলি না কেন, মানুষের যা ভাবনা সেটা আমি বদলাতে পারব না। এই ধরনের গুজব থামানো আমার সাধ্য নেই। তাই, আমি আমার কাজেই ফোকাস করতে চাই।

Advertisment

অন্যদিকে, অভিষেক এই নিয়ে আলোচনা বা তির্যক মন্তব্য না করতে চাইলেও, তিনি এমন কিছু পরিস্থিতির শিকার হচ্ছেন মাঝেমধ্যে, যে খেই হারিয়ে ফেলছেন। তাই তো অভিনেতা নিজের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে একটি মন্তব্য করে বসেছেন। তিনি আসলে, জানতে চেয়েছেন একটি নির্দিষ্ট ক্ষেত্রে।

অভিনেতা, চারপাশে তাঁর বিয়ে নিয়ে এত কথা শুনেছেন, যে অবশেষে টুইটারে বলেই ফেললেন... "ওহ! আমার তাহলে ডিভোর্স হচ্ছে তাই তো। ধন্যবাদ, আমায় জানানোর জন্য, আমি নিজেই জানতাম না। যাক গে, আমি কবে আবার বিয়ে করছি একটু এটাও জানিয়ে দেবেন।"

উল্লেখ্য, অভিষেক একা নন, বরং ঐশ্বর্য নিজেও জানিয়েছিলেন, তাঁরা কোনরকম গুজবকে প্রশ্রয় দিতে চান না। তাই, এই নিয়ে আলোচনা না হলেও ভাল।

amitabh bachchan Abhishek Bachchan Aishwarya Rai Bachchan