Advertisment

Abhishek Bachchan-Aishwarya Rai Bachchan: কোথায় দাঁড়িয়ে দাম্পত্য জীবন? ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে বড়সড় আপডেট দিলেন অভিষেক

অমিতাভের স্ত্রী জয়া এবং মেয়ে শ্বেতার কারণেই অভিষেক এবং ঐশ্বর্যর বিচ্ছেদ হচ্ছে, এমনটাই দাবি করছিলেন ভক্তরা। কিন্তু, সেসব কি আদৌ সত্যি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aishwarya Rai Bachchan divorce rumors, actress shared a statement on her career

Abhishek-Aishwarya: ডিভোর্স নিয়ে কী বলছেন ঐশ্বর্য?

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনার শেষ নেই। বিশেষ করে আম্বানি পরিবারের বিয়েতে তাঁরা যখন আলাদা আলাদা পৌঁছলেন, তখন আরও ধোঁয়া উঠল বচ্চন পরিবারকে নিয়ে।

Advertisment

অমিতাভের স্ত্রী জয়া এবং মেয়ে শ্বেতার কারণেই অভিষেক এবং ঐশ্বর্যর বিচ্ছেদ হচ্ছে, এমনটাই দাবি করছিলেন ভক্তরা। কিন্তু, সেসব কি আদৌ সত্যি? কারণ, কানাঘুষো খবর তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক একেবারেই সঠিক। গন্ডগোল তো দূরের গল্প, তাঁদের সম্পর্কে আঁচড় পর্যন্ত লাগে নি। আর এবার, নিজের জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিয়েই মুখ খুলেছেন অভিষেক।

সত্যিই কি ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে তাঁর? অমিতাভ পুত্র এই খবরে তিতিবিরক্ত, একথা সাফ জানিয়ে দিলেন। আজও বিয়ের সবথেকে কাছের জিনিসটা অঙ্গে রেখেছেন অভিষেক। তিনি এক সাক্ষাৎকারে, সংবাদ মাধ্যমে বলেছেন, "আমি এখনও বিবাহিত"। আর এখানেই শেষ না। তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যে কাটাছেঁড়া হয়, সেটা বুঝতেই পারেন তিনি। অভিনেতা বললেন...

"আমার এই প্রসঙ্গে আর কিছু বলার নেই। এই বিষয়টা কোথা থেকে যে উদয় হল আমি জানি না। খুব বেদনাদায়ক ব্যাপারটা। আমি বুঝতে পারি কেন এটা করল মিডিয়া। আসলে, আমরা সেলিব্রিটি। আর আমাদের নিয়ে স্টোরি ফাইল করতে হয় ওদের। আমাদের এগুলো গ্রহণ করতেই হবে।" কিন্তু, তাই বলে নিজেদের জীবন নিয়ে এতকিছু হয়ে যাবে সেটা যেন ভাবতেই পারেননি তিনি। 

উল্লেখ্য, শেষ কিছুদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে যা চলছে, মানুষ বেশ রসদ পেয়ে গিয়েছেন। দুজনের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে এমন খবর পাওয়া গেলেও অভিষেক বর্তমানে কিন্তু সবটাই খোলসা করে ফেলেছেন। তাঁদের সম্পর্ক একটুও খারাপ হওয়া তো দূর, বরং সংসারে বেশ ভাল রয়েছেন তিনি।

bollywood Abhishek Bachchan Aishwarya Rai Bachchan Entertainment News
Advertisment