Advertisment

Aish-Abhishek: বছরের শুরুতেই নিন্দুকের মুখে ছাই! ডিভোর্স গুঞ্জন উড়িয়ে ছুটি কাটিয়ে ফিরলেন ঐশ্বর্য-অভিষেক

Aish-Abhishek Holiday: নতুন বছরের শুরুতেই সমালোচকদের মুখে ছাই অভিষেক-ঐশ্বর্যর। আরাধ্যাকে নিয়ে ছুটি কাটিয়ে ফিরলেন বচ্চন দম্পতি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ডিভোর্স গুঞ্জন উড়িয়ে ছুটি কাটিয়ে ফিরলেন ঐশ্বর্য-অভিষেক

ডিভোর্স গুঞ্জন উড়িয়ে ছুটি কাটিয়ে ফিরলেন ঐশ্বর্য-অভিষেক

Aish-Abhishek Return From Holiday: ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কে চিড় ধরেছে। এক ছাদের নীচেও থাকছেন না বচ্চন দম্পতি। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও আলাদাই দেখা গিয়েছিল অ্যাশ-অভিষেককে। দুবাইয়ের এক ইভেন্টে রাই সুন্দরী নামের সঙ্গে বচ্চন পদবি ব্যবহার করেননি। যা তাঁদের বিচ্ছেদ গুঞ্জনকে উসকে দিয়েছিল। তখনই সম্পর্কের ভাঙন নিয়ে চর্চা আরও জোড়াল হয়।

Advertisment

এমনও শোনা যায়, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন আমিতাভের ছেলে ও পুত্রবধূ। সেই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠান, জন্মদিন, ওয়েডিং পার্টিতে একফ্রেমে হাসিমুখে ধরা পড়েন বচ্চন দম্পতি। এবার তো মেয়ে আরাধ্যাকে নিয়ে একসঙ্গে ছুটি কাটিয়ে ফিরলেন অভিষেক-ঐশ্বর্য। বিমানবন্দরে  তারকা দম্পতির ছুটি কাটিয়ে ফেরার মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

Advertisment

মুম্বই বিমানবন্দরে  সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে বচ্চন পরিবারের সেই বিশেষ মুহূর্ত। চেনা ছন্দে মায়ের পাশে মেয়ে আরাধ্যা। মা-মেয়ের ক্যাজুয়ল এয়ারপোর্ট লুকে সুপারকুল। কথা বলতে বলতে হাঁটছেন দুজনে। সেই সময়ই ঐশ্বর্য-আরাধ্যার ক্যান্ডিড মোমেন্ট ক্লিক করেছেন প্যাপেরা।

ধূসর রঙের সোয়েট শার্ট আর ফুল প্যান্টে বিমানবন্দরে ক্যামেরাবন্দী অভিষেক। ২০২৪-এ তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ  চর্চায় একপ্রকার ছাই দিলেন ঐশ্বর্য-অভিষেক। বছরের শুরুতেই যেন বুঝিয়ে দিলেন ইন্ডাস্ট্রির 'পাওয়ার কাপল' ছিলেন এখনও আছেন। সুজিত সরকারের আই ওয়ান্ট টু টক-এ শেষবার দেখা যায় তাঁকে। অভিষেকের অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে।

অভিষেকের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী নিমরত কৌরের। যদি ব্যক্তিগত জীবন নিয়ে কোনওদিনই মুখে রা কাটেননি অভিষেক বা ঐশ্বর্য। বরং অমিতাভ বচ্চন বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়া পোস্ট বা ভ্লগে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়েছেন। আরাধ্যার স্কুলের অনুষ্ঠানেও শ্বশুরকে হাত ধরে সাবধানে স্কুলের ভিতরে নিয়ে গিয়েছেন বচ্চন বধূ। সেই ছবি-ভিডিও-ও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

প্রসঙ্গত, ডিভোর্স গুঞ্জনের মাঝেই ঐশ্বর্য তাঁর নতুন প্রজেক্টের কাজে ব্যস্ত ছিলেন। শ্যুটিং ফ্লোর থেকে ছবিও পোস্ট করেছিলেন তাঁর মেকআপ আর্টিস্ট। ক্যাপশনে লেখা ছিল, 'আ লাভলি ডে অ্যাট ওয়ার্ক।' যার বাংলা তর্জমা করলে হয় কর্মক্ষেত্রের একটা সুন্দর দিন। রিপোর্ট মোতাবেক, কোনও সিনেমার শ্যুটিং নয়। একটি বিজ্ঞাপনে কাজ করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। রাই সুন্দরীকে দেখে খুশি হয়েছিলেন তাঁর ভক্তরা। এক অনুরাগী ুূূ, 'ও গড! ঐশ্বর্য আবার কাজে ফিরেছে দেখে খুব খুশি হলাম।'

bollywood movie Bollywood Celeb Home bollywood actress Bollywood Couple Bollywood Actor Aishwarya Rai Bachchan Abhishek Bachchan Bollywood News
Advertisment