/indian-express-bangla/media/media_files/2025/05/27/EKwjjYNRQWAHdTQtWMpn.jpg)
বরাতজোরে রক্ষা পেলেন অভিষেক
Abhishek Bachchan-Housefull 5: সালটা ছিল ২০১০। সেই বছর মুক্তি পেয়েছিল নির্ভেজাল কমেডি মুভি হাউজফুল। প্রথমপর্বের দুর্দান্ত সাফল্যের পর যথাক্রমে ২০১২, ২০১৬ ও ২০১৯-এ মুক্তি পেয়েছে এই ছবির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্ব। এবার মুক্তির অপেক্ষায় হাউজফুল ৫। ফের বড় পর্দায় দমফাটা হাসির গল্প নিয়ে হাজির হচ্ছে একঝাঁক তারকা। অক্ষয় কুমার থেকে রীতেশ দেশমুখ, নানা পাটেকর, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গদা সিং, ফরদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়স তালপেড়ে, দিনো মরিয়া সহ আরও অনেকে অভিনয় করেছেন। মঙ্গলবার স্টার কাস্টের উপস্থিতিতে জুহুর একটি থিয়েটারে হয়ে গেল সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। আর নিজের ছবির প্রচারে মারাত্মক বিপদের হাত থেকে বরাত জোরে রক্ষা পেলেন জুনিয়র বচ্চন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।
অনুষ্ঠানের যে জায়গায় অভিষেক দাঁড়িয়ে ছিলেন সেখানে ছাদের একাংশ ভাঙা। তবে কোনও মারাত্মক বিপদ ঘটেনি। সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। Voompla সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও টি শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, অভিষেক কর্তৃপক্ষকে ছাদের ওই ভাঙা অংশটি দেখাচ্ছেন। সামনে থাকা সকল সংবাদমাধ্যমের কর্মীদেরও সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছেন। যে অবস্থায় সিলিংটি রয়েছে যে কোনও মুহূর্ত বড়সড় বিপদ ঘটার প্রবল সম্ভবনা রয়েছে। অনুষ্ঠান শেষে অভিষেকের গাড়ি ওঠার মুহূর্তও লেন্সবন্দি করে শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে শুটিং ফ্লোরে ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছিলেন অর্জুন কাপুর। সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আগামী ছবি 'মেরে হ্যাজব্যান্ড কী বিবি'র শুটিং করছিলেন। তখনই ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। যার জেরে শুধু অর্জুন কাপুরই নন, সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাসসির আজিজও আহত হন।
এদিকে হাউজফুল ৫ নিয়ে দর্শকের মনেও উত্তেজনা তুঙ্গে। পঞ্চমভাগে পরিচালক আরও কতটা হাস্যরস যোগ করেছেন তা দেখতে মরিয়া দর্শক। আগামী ৬ জুন বড় পর্দায় মুক্তি পাবে হাউজফুল ৫। তিন মিনিট ৫৬ সেকেণ্ডের ট্রেলার ইতিমধ্যেই দর্শকের দিল জিতে নিয়েছে। বিগ স্ক্রিনে নির্ভেজাল কমেডির স্বাদ আস্বাদন করতে এখনও কয়েকটা দিন একটু ধৈর্য ধরতে হবে।
আরও পড়ুন সুদীপের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নতুন সঙ্গীর খোঁজে ডেটিং অ্যাপে! কী বলছেন সঞ্চারী?