Aaradhya Helped Abhishek: কেরিয়ার-ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ডিভোর্স গুঞ্জনে একটা সময়ে তোলপাড় হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। যদিও আশুতোষ গোয়ারিকরের ছেলের বিয়েতে বচ্চন দম্পতির উপস্থিতি সেই গুজবে ছাই দিয়েছে। এর আগেও ইন্ডাস্ট্রির এক সতীর্থর বিয়েতে একসঙ্গে গিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য।
আরাধ্যার জন্মদিন পার্টিতেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুজনের ছবি। সবব মিলিয়ে বচ্চন পরিবারকে নিটয়ে পেজ ৩-এ চর্চা জারি। এর মাঝেই সিনেমা, সিরিজে কাজ করে চলেছেন জুনিয়র বচ্চন। আগামী ১৪ জানুয়ারি আমাজন প্রাইমে মুক্তির অপেক্ষায় অভিষেকের নতুন ছবি বি হ্যাপি। নোরা ফতেহি, জনি লিভার সহ আরও অনেকে অভিনয় করেছন এই ছবিতে।
একজন বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। মেয়ের সঙ্গে বাবার সম্পর্কের গল্প বলবে বি হ্যাপি। সেই প্রসঙ্গে অভিষেক শেয়ার করেছেন, আরাধ্যা কী ভাবে তাঁকে এই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেছেন, আরাধ্যার জন্যই রিয়েল টু রিল লাইফে বাবার চরিত্রে অভিনয়টা তাঁর কাছে সহজ হয়েছে।
তিনি বলেন, 'একজিন অভিনেতা সবসময় যে কোনও চরিত্রের সঙ্গে তাঁর আবেগকে জড়াতে চায়। সিনেমার ক্ষেত্রে এটা ভীষণ জরুরি। চরিত্রের সঙ্গে আবেগের মিশ্রণ ঘটলেই প্রতিটি সিনেমা একদম নিজের হয়ে যায়। আর সেটা তখন আরও সহজ হয়ে যায় যদি ব্যক্তিগত জীবনে সেই অভিজ্ঞতা থাকে। সেটাই তখন সিনেমার পর্দায় দর্শকের সামনে পরিবেশন করা একজন অভিনেতার পক্ষে অনেকটা সহজ হয়ে যায়।'
অভিষেক আরও বলেন যে, বি হ্যাপি এই রকমই একটা সিনেমা। যেখানে বাবা-মেয়ের সম্পর্কের বন্ডিংটাই তুলে ধরা হবে। এছাড়াও একটা পরিবারে বাবার ভূমিকাকেও সুন্দরভাবে পরিবেশন করা হবে। সন্তানের কাছে মায়ের শূন্যস্থান একজন বাবা কী ভাবে পূরণ করে সেই দিকটাও রয়েছে এই সিনেমায়। রেমো ডি'সৌজার পরিচালনা ও প্রযোডনায় মুক্তি পাবে অভিষেকের নতুন সিনেমা।